ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে।

ফাইল ছবি

 

কুষ্টিয়ার কুমারখালী ও মিরপুর উপজেলায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুর এলাকার মৃত চায়েন উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৪৫) ও মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (২৮)।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, সকালে সুলতানপুর এলাকায় মাঠে ধান কাটতে যান জহুরুল। দুপুরে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। সেখানে থাকা অন‌্য কৃষকরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

অপরদিকে দুপুরের দিকে চারমাইল এলাকায় বজ্রপাতে শ্যালোইঞ্জিন চালিত ট্রলিচালক আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, দুপুরে ট্রলিতে করে মাঠ থেকে ধান আনার সময় বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

Update Time : ০৯:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

 

কুষ্টিয়ার কুমারখালী ও মিরপুর উপজেলায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুর এলাকার মৃত চায়েন উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৪৫) ও মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (২৮)।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, সকালে সুলতানপুর এলাকায় মাঠে ধান কাটতে যান জহুরুল। দুপুরে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। সেখানে থাকা অন‌্য কৃষকরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

অপরদিকে দুপুরের দিকে চারমাইল এলাকায় বজ্রপাতে শ্যালোইঞ্জিন চালিত ট্রলিচালক আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, দুপুরে ট্রলিতে করে মাঠ থেকে ধান আনার সময় বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।

সবুজদেশ/এসইউ