ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিশেষ অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১০:৫০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে।

 

কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খোকসার হিলালপুর দক্ষিণপাড়া (খালপাড়া) এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— সাবেক ইউপি চেয়ারম্যান শকীব খান ওরফে টিপু খান (৫৫), শাহিন খান (৩৯) ও এনামুল হোসেন (৩৫)। গ্রেফতার শকীব খান ওরফে টিপু কুষ্টিয়ার খোকসা উপজেলার রাধা নগর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে এবং জয়েন্তি হাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। শাহিন খান একই এলাকার আবুল হোসেন খানের ছেলে এবং এনামুল হোসেন হিলাল পুর গ্রামের আক্কাস শেখের ছেলে।

পুলিশে দাবি, গ্রেফতাররা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলো। এসময় তাদের হেফাজত থেকে নাশকতার কাজে ব্যবহৃত ককটেল বোমার অংশসহ লাঠিসোটা ও ইট পাটকেল জব্দ করে পুলিশ।

খোকসা থানার ওসি মঈনুল হোসেন জানান, খোকসা থানাধীন হিলালপুর গ্রামের তিন রাস্তার মোড়ে আওয়ামী লীগের একদল দুষ্কৃতিকারী ককটেল, হাতবোমা, বাঁশের লাঠি, লোহার রড ও ইটের টুকরো নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫ টুকরা বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ (লাল টেপ ও টিনের টুকরা), ৭টি বিভিন্ন সাইজের বাঁশের লাঠি, ৪টি বিভিন্ন সাইজের লোহার রড, ১টি প্লাস্টিকের বস্তায় অসংখ্য ইটের ভাঙা অংশ ৩টি ৭ আপ লেখা কাঁচের বোতল জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে খোকসা বিস্ফোরক ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

কুষ্টিয়ায় বিশেষ অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

Update Time : ১০:৫০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

 

কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খোকসার হিলালপুর দক্ষিণপাড়া (খালপাড়া) এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— সাবেক ইউপি চেয়ারম্যান শকীব খান ওরফে টিপু খান (৫৫), শাহিন খান (৩৯) ও এনামুল হোসেন (৩৫)। গ্রেফতার শকীব খান ওরফে টিপু কুষ্টিয়ার খোকসা উপজেলার রাধা নগর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে এবং জয়েন্তি হাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। শাহিন খান একই এলাকার আবুল হোসেন খানের ছেলে এবং এনামুল হোসেন হিলাল পুর গ্রামের আক্কাস শেখের ছেলে।

পুলিশে দাবি, গ্রেফতাররা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলো। এসময় তাদের হেফাজত থেকে নাশকতার কাজে ব্যবহৃত ককটেল বোমার অংশসহ লাঠিসোটা ও ইট পাটকেল জব্দ করে পুলিশ।

খোকসা থানার ওসি মঈনুল হোসেন জানান, খোকসা থানাধীন হিলালপুর গ্রামের তিন রাস্তার মোড়ে আওয়ামী লীগের একদল দুষ্কৃতিকারী ককটেল, হাতবোমা, বাঁশের লাঠি, লোহার রড ও ইটের টুকরো নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫ টুকরা বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ (লাল টেপ ও টিনের টুকরা), ৭টি বিভিন্ন সাইজের বাঁশের লাঠি, ৪টি বিভিন্ন সাইজের লোহার রড, ১টি প্লাস্টিকের বস্তায় অসংখ্য ইটের ভাঙা অংশ ৩টি ৭ আপ লেখা কাঁচের বোতল জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে খোকসা বিস্ফোরক ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

সবুজদেশ/এসইউ