ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে।

 

কুষ্টিয়া শহরের রেনউইক চর এলাকায় চুরির অপবাদ তুলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঘটনাস্থল থেকে সুরমান খাঁ নামের ওই যুবকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. মোশাররফ হোসেন।

রেনউইক এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে নিহত ৩০ বছর বয়সী সুরমান পেশায় দিনমজুর বলে জানা গেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী আব্দুল হাকিম, তার স্ত্রী ও তার মেয়ে মিতুকে আটক করেছে পুলিশ।

নিহতের ছোট ভাই সেলিমের অভিযোগ, মঙ্গলবার দুপুরে প্রতিবেশী আব্দুল হাকিম সুরমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বিকালে জানতে পারি, হাকিম তার লোকজনসহ সুরমানকে মারধর করছে।

পরে সেখানে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে হাকিম জানায়, সুরমান তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি করেছে। চুরি করা স্বর্ণালঙ্কার ফেরত দিলে ওকে ছেড়ে দেওয়া হবে।

সেখানে হাকিমের সঙ্গে উঠতি বয়সী ‘মাস্তানদের’ দেখা গিয়েছিল; যারা হুমকি-ধামকি দিয়ে সেলিমকে তাড়িয়ে দেয় বলে তার ভাষ্য।

নিহত যুবকের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, মঙ্গলবার সারারাত ধরে সুরমানকে মারধর করা হয়। সে বার বার বলছিল যে, চুরি করেনি। তবুও ওরা কোন কথাই শুনে নাই।

বুধবারও সুরমানকে ওরা আটকে রাখে। আমরা উপায়া না পেয়ে তাকে উদ্ধারের জন্য কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেই। কিন্তু পুলিশ সুরমানকে উদ্ধার করতে আসেনি।

এ প্রসঙ্গে ওসি মোশাররফ হোসেন বলেন, সুরমান নামের এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের লাশের সুরতহাল হয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সবুজদেশ/এসইউ

কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যা

Update Time : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

 

কুষ্টিয়া শহরের রেনউইক চর এলাকায় চুরির অপবাদ তুলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঘটনাস্থল থেকে সুরমান খাঁ নামের ওই যুবকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. মোশাররফ হোসেন।

রেনউইক এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে নিহত ৩০ বছর বয়সী সুরমান পেশায় দিনমজুর বলে জানা গেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী আব্দুল হাকিম, তার স্ত্রী ও তার মেয়ে মিতুকে আটক করেছে পুলিশ।

নিহতের ছোট ভাই সেলিমের অভিযোগ, মঙ্গলবার দুপুরে প্রতিবেশী আব্দুল হাকিম সুরমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বিকালে জানতে পারি, হাকিম তার লোকজনসহ সুরমানকে মারধর করছে।

পরে সেখানে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে হাকিম জানায়, সুরমান তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি করেছে। চুরি করা স্বর্ণালঙ্কার ফেরত দিলে ওকে ছেড়ে দেওয়া হবে।

সেখানে হাকিমের সঙ্গে উঠতি বয়সী ‘মাস্তানদের’ দেখা গিয়েছিল; যারা হুমকি-ধামকি দিয়ে সেলিমকে তাড়িয়ে দেয় বলে তার ভাষ্য।

নিহত যুবকের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, মঙ্গলবার সারারাত ধরে সুরমানকে মারধর করা হয়। সে বার বার বলছিল যে, চুরি করেনি। তবুও ওরা কোন কথাই শুনে নাই।

বুধবারও সুরমানকে ওরা আটকে রাখে। আমরা উপায়া না পেয়ে তাকে উদ্ধারের জন্য কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেই। কিন্তু পুলিশ সুরমানকে উদ্ধার করতে আসেনি।

এ প্রসঙ্গে ওসি মোশাররফ হোসেন বলেন, সুরমান নামের এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের লাশের সুরতহাল হয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সবুজদেশ/এসইউ