ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া ডিসি অফিস চত্বরে দুর্নীতিবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে।

 

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মূলহোতা কুষ্টিয়ার এডিসি জাহাঙ্গীর আলমসহ দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতিবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার সঙ্গে জড়িতদের পরিচয় সকলের সামনে আসার পরেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সকল তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তারা ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছেন।

স্বাস্থ্য অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যমে প্রচার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুর্নীতিবাজদের বিরুদ্ধে। জেলা প্রশাসকের কার্যালয়ের এডিসি জাহাঙ্গীর আলমসহ যারা জড়িত দুই দিনের মধ্যে তাদের গ্রেপ্তারসহ আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

গত ২৪ অক্টোবর কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্র জনতা। ২৬ অক্টোবরও তারা কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে বিক্ষোভ করেন।

এ সময় নিয়োগ পরীক্ষা বাতিল এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবিতে কর্মসূচি দেন বিক্ষুব্ধরা। এরই প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়।

এ ঘটনায় ২৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার একটি টিম ও স্বাস্থ্য বিভাগের অপর একটি উচ্চপর্যায়ের টিম অভিযোগ তদন্তে ওই কার্যালয়ে যায়।

সবুজদেশ/এসএএস

Tag :

কুষ্টিয়া ডিসি অফিস চত্বরে দুর্নীতিবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ

Update Time : ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

 

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মূলহোতা কুষ্টিয়ার এডিসি জাহাঙ্গীর আলমসহ দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতিবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার সঙ্গে জড়িতদের পরিচয় সকলের সামনে আসার পরেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সকল তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তারা ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছেন।

স্বাস্থ্য অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যমে প্রচার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুর্নীতিবাজদের বিরুদ্ধে। জেলা প্রশাসকের কার্যালয়ের এডিসি জাহাঙ্গীর আলমসহ যারা জড়িত দুই দিনের মধ্যে তাদের গ্রেপ্তারসহ আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

গত ২৪ অক্টোবর কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্র জনতা। ২৬ অক্টোবরও তারা কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে বিক্ষোভ করেন।

এ সময় নিয়োগ পরীক্ষা বাতিল এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবিতে কর্মসূচি দেন বিক্ষুব্ধরা। এরই প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়।

এ ঘটনায় ২৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার একটি টিম ও স্বাস্থ্য বিভাগের অপর একটি উচ্চপর্যায়ের টিম অভিযোগ তদন্তে ওই কার্যালয়ে যায়।

সবুজদেশ/এসএএস