ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ১৫৩ বার পড়া হয়েছে।

কুষ্টিয়ার জলাশয় থেকে যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার কুমারখালীতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনীপাড়া খালেক ভাটার উত্তর পাশের রেলওয়ের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার খালেক ইট ভাটার উত্তর পাশের রেলওয়ের ইজারাকৃত পুকুরের কচুরীপানা পরিস্কার করার সময় স্থানীয় জেলেরা লাশ দেখতে পেয়ে ইজারাদার আলাউদ্দিনকে খবর দেয়। পরে ইজারাদার কুমারখালী থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে পাঠিয়েছে।

ওই যুবকের পরনে কালো রঙের ট্রাউজার ও গায়ে টি-শার্ট রয়েছে এবং পুকুর পাড়ে একটি কালো রঙের স্যান্ডেল পড়ে আছে। ধারনা করা হচ্ছে হত্যা করে জলাশয়ের পাড়ে কচুরিপানা দিয়ে লাশ ঢেকে রেখে গেছে হত্যাকারীরা।

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ৩০ থেকে ৩৫ বছর বয়সী একজনের লাশ রেলওয়ের জলাশয় থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটির নাম পরিচয় এখনো জানা যায়নি।

Tag :

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Update Time : ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১

কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার কুমারখালীতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনীপাড়া খালেক ভাটার উত্তর পাশের রেলওয়ের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার খালেক ইট ভাটার উত্তর পাশের রেলওয়ের ইজারাকৃত পুকুরের কচুরীপানা পরিস্কার করার সময় স্থানীয় জেলেরা লাশ দেখতে পেয়ে ইজারাদার আলাউদ্দিনকে খবর দেয়। পরে ইজারাদার কুমারখালী থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে পাঠিয়েছে।

ওই যুবকের পরনে কালো রঙের ট্রাউজার ও গায়ে টি-শার্ট রয়েছে এবং পুকুর পাড়ে একটি কালো রঙের স্যান্ডেল পড়ে আছে। ধারনা করা হচ্ছে হত্যা করে জলাশয়ের পাড়ে কচুরিপানা দিয়ে লাশ ঢেকে রেখে গেছে হত্যাকারীরা।

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ৩০ থেকে ৩৫ বছর বয়সী একজনের লাশ রেলওয়ের জলাশয় থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটির নাম পরিচয় এখনো জানা যায়নি।