ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ক্রিকেট খেলা নিয়ে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

Reporter Name

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নেহেদ আলী (৫৫) ও গোকুল আলী (৬০) নামে দুই সহোদর নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুই সহোদর একই এলাকার চাঁদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাহাড়পুর ঈদগাঁ মাঠে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য ফিরোজ আহমেদ কটা’র সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পে উভয়ের মধ্যে সালিশ বৈঠক হয়।

একই ঘটনায় আধিপত্য নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে আবারো হাতাহাতির ঘটনা ঘটে। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ রহমান কটার সমর্থক পাহাড়পুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে নেহেদ আলী ও গোকুল আলী গুরুত্বর যখম হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পাহাড়পুরে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শাস্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

About Author Information
আপডেট সময় : ০৯:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
১০৩৪ Time View

কুষ্টিয়ায় ক্রিকেট খেলা নিয়ে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৯:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নেহেদ আলী (৫৫) ও গোকুল আলী (৬০) নামে দুই সহোদর নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুই সহোদর একই এলাকার চাঁদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাহাড়পুর ঈদগাঁ মাঠে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য ফিরোজ আহমেদ কটা’র সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পে উভয়ের মধ্যে সালিশ বৈঠক হয়।

একই ঘটনায় আধিপত্য নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে আবারো হাতাহাতির ঘটনা ঘটে। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ রহমান কটার সমর্থক পাহাড়পুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে নেহেদ আলী ও গোকুল আলী গুরুত্বর যখম হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পাহাড়পুরে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শাস্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।