ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় গৃহবধু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

Reporter Name

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারা থানায় দায়েরকৃত গৃহবধু ধর্ষন মামলায় স্বামীর পালক পিতা বিপ্লব দাস(৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত হলেন- ভেড়ামারা উপজেলার কারিকরপাড়া গ্রামের মৃত: মনোরঞ্জন দাসের ছেলে বিপ্লব দাস (৪৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ মে, রাত ১১টায় ওই গৃহবধুর স্বামী কুমার বিশ্বাসের অবর্তমানে পালক পিতা বিপ্লব দাস ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এতে ওই গৃহবধু লোকলজ্জার ভয়ে ভীত হয়ে পড়ে। পরদিন (২২মে) দুপুর ১২টায় আসামী বিপ্লব দাস গৃহবধুকে তার পিত্রালয় ঝিনাইদহ জেলার শৈলকুপায় পৌছে দেয়ার কথা বলে গাড়ি উঠে ঢাকার নবী নগর এলাকাস্থ আসামীর এক আত্মীয়ের বাসাতে ১৫দিন আটকে রেখে একাধিকবার ধর্ষন করে। পরে সুযোগ বুঝে ওই গৃহবধু পালিয়ে এসে পরিবারের কাছে ঘটনা খুলে বলেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধুর মা ঝিনাইদহ জেলার বাসিন্দা বুলবুলি রানী বিশ্বাস আসামী বিপ্লব দাসের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৭ নভেম্বর আসামী বিপ্লব দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০র দ:বি: ৯(১) ধারায় অভিযোগ এনে আদালতে চার্জশীট দেয় পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলী(পিপি) এ্যাড. আব্দুল হালিম সত্যতা নিশ্চিত করেছেন।

About Author Information
আপডেট সময় : ০৩:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
৩৪০ Time View

কুষ্টিয়ায় গৃহবধু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৩:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারা থানায় দায়েরকৃত গৃহবধু ধর্ষন মামলায় স্বামীর পালক পিতা বিপ্লব দাস(৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত হলেন- ভেড়ামারা উপজেলার কারিকরপাড়া গ্রামের মৃত: মনোরঞ্জন দাসের ছেলে বিপ্লব দাস (৪৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ মে, রাত ১১টায় ওই গৃহবধুর স্বামী কুমার বিশ্বাসের অবর্তমানে পালক পিতা বিপ্লব দাস ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এতে ওই গৃহবধু লোকলজ্জার ভয়ে ভীত হয়ে পড়ে। পরদিন (২২মে) দুপুর ১২টায় আসামী বিপ্লব দাস গৃহবধুকে তার পিত্রালয় ঝিনাইদহ জেলার শৈলকুপায় পৌছে দেয়ার কথা বলে গাড়ি উঠে ঢাকার নবী নগর এলাকাস্থ আসামীর এক আত্মীয়ের বাসাতে ১৫দিন আটকে রেখে একাধিকবার ধর্ষন করে। পরে সুযোগ বুঝে ওই গৃহবধু পালিয়ে এসে পরিবারের কাছে ঘটনা খুলে বলেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধুর মা ঝিনাইদহ জেলার বাসিন্দা বুলবুলি রানী বিশ্বাস আসামী বিপ্লব দাসের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৭ নভেম্বর আসামী বিপ্লব দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০র দ:বি: ৯(১) ধারায় অভিযোগ এনে আদালতে চার্জশীট দেয় পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলী(পিপি) এ্যাড. আব্দুল হালিম সত্যতা নিশ্চিত করেছেন।