ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় চাচা হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

Reporter Name

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া কুমারখালী থানায় দায়েরকৃত স্কুল শিক্ষক মুন্সী রবিউল ইসলামকে হত্যা মামলায় ভাতিজা সোহাগের মৃত্যুদন্ড এবং অপর তিন জনের যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেকের ২০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত।

বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী চার আসামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত হলেন- কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের মুন্সী রেজাউল করীমের ছেলে মুন্সী মো: সোহাগ(৫৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মৃত: মজিবর রহমানের ছেলে মো: রাজু আহমেদ(৩৫), কোমরকান্দি গ্রামের ইয়াকুব আলীর ছেলে রুবেল(৩০) এবং দূর্গাপুর গ্রামের হাতেম শেখের ছেলে আজাদ(৪০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫সালের ২৪ জানুয়ারী, রাত ১টায় উপজেলার হোগলা মহেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী রবিউল ইসলামকে তার নিজ বাড়িতে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রের গুলিতে হত্যা করে পালিয়ে যায়। এঘটনায় নিহতের মা হাওয়া খাতুন বাদি হয়ে কুমারখালী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা করেন। মামলাটি তদন্ত শেষে এই হত্যাকান্ডে চার আসামীর জড়িত অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে ২০১৬ সালের ৪এপ্রিল দ:বি: ৩০২/৩৪ ধারায় আদালতে চার্জশীট দেয় পুলিশ। মামলাটির মোটিভ সম্পর্কে প্রোসিকিউশন সূত্রে জানা যায়, এই হত্যাকান্ডে জড়িত প্রধান আসামী নিহতের আপন ভায়ের ছেলে মুন্সী মো: সোহাগের সাথে জমিজমা সংক্রান্ত দ্বন্দের জেরে অপর আসামীদের সাথে যোগসাজসে পরিকল্পিত হত্যা করে।

রাষ্ট্রপক্ষের কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

About Author Information
আপডেট সময় : ০৩:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
২১৯ Time View

কুষ্টিয়ায় চাচা হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৩:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া কুমারখালী থানায় দায়েরকৃত স্কুল শিক্ষক মুন্সী রবিউল ইসলামকে হত্যা মামলায় ভাতিজা সোহাগের মৃত্যুদন্ড এবং অপর তিন জনের যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেকের ২০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত।

বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী চার আসামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত হলেন- কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের মুন্সী রেজাউল করীমের ছেলে মুন্সী মো: সোহাগ(৫৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মৃত: মজিবর রহমানের ছেলে মো: রাজু আহমেদ(৩৫), কোমরকান্দি গ্রামের ইয়াকুব আলীর ছেলে রুবেল(৩০) এবং দূর্গাপুর গ্রামের হাতেম শেখের ছেলে আজাদ(৪০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫সালের ২৪ জানুয়ারী, রাত ১টায় উপজেলার হোগলা মহেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী রবিউল ইসলামকে তার নিজ বাড়িতে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রের গুলিতে হত্যা করে পালিয়ে যায়। এঘটনায় নিহতের মা হাওয়া খাতুন বাদি হয়ে কুমারখালী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা করেন। মামলাটি তদন্ত শেষে এই হত্যাকান্ডে চার আসামীর জড়িত অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে ২০১৬ সালের ৪এপ্রিল দ:বি: ৩০২/৩৪ ধারায় আদালতে চার্জশীট দেয় পুলিশ। মামলাটির মোটিভ সম্পর্কে প্রোসিকিউশন সূত্রে জানা যায়, এই হত্যাকান্ডে জড়িত প্রধান আসামী নিহতের আপন ভায়ের ছেলে মুন্সী মো: সোহাগের সাথে জমিজমা সংক্রান্ত দ্বন্দের জেরে অপর আসামীদের সাথে যোগসাজসে পরিকল্পিত হত্যা করে।

রাষ্ট্রপক্ষের কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।