কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া সুগার মিলের গুদাম থেকে ৫৩টন চিনি গায়েবের ঘটনার ৪দিন পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে চিনিকল কর্তৃপক্ষ।
শনিবার রাতে চিনিকলের সহকারী ব্যবস্থাপক হায়দার আলী কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে খোয়া যাওয়া চিনির পরিমান উল্লেখসহ ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং স্টোর কিপার ফরিদুল হককে বরখাস্তের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পরই গোটা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।
উল্লেখ্য, অব্যাহত লোকসানে সম্প্রতি দেশের রাষ্ট্রায়ত্ব ১৫টি চিনিকলের মধ্যে ৬টি চিনিকলের উৎপাদন বন্ধ করে সরকার। ধারাবাহিক লোকসানসহ নানা কারনে বন্ধ হয়ে যায় কুষ্টিয়া চিনিকলও । চিনিকলের উৎপাদন কার্যক্রম বন্ধ হলেও গত তিন মৌসুমের উৎপাদিত বিপুল পরিমান চিনি অবিক্রিত রয়ে যায়।
কুষ্টিয়া সুগার মিলের সহকারী ব্যবস্থাপক হায়দার আলী বলেন, গুদাম থেকে ৫৩টন চিনি গায়েবের ঘটনায় তিনসদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চিনিকল কর্তৃপক্ষ। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম বলেন,থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।