ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জমি থেকে কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Reporter Name

কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আবাদি জমি থেকে হাত-পা বাঁধা এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে নিহতের বাড়ির অদূরে আবাদি জমি থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম নজিরউদ্দিন (৫৯)। তিনি ওই গ্রামের মৃত হায়াত আলীর ছেলে।

নিহতের ছেলে মিরাজ জানান, বাবা প্রায় দিনই  পুকুরপাড়ে বাঁশের চালার ওপর রাতে শুয়ে থাকতেন।

শুক্রবার রাত ১২টার দিকেও সেখানে ছিলেন তিনি। শনিবার সকাল ৬টার দিকে তার চাচি শিউলী খাতুন জানান, বাবা বাড়ির অদূরে রজব মোল্লার জমিতে ঘুমাচ্ছেন। আমি দ্রুত মাঠে গিয়ে দেখি বাবার হাত ও পা বাঁধা। উপুড় হয়ে পড়ে আছেন। চোখে মুখে রক্ত ও আঘাতের চিহ্ন।

ছেলে মিরাজ আরও বলেন, আমি একজন ভ্যানচালক। আমাকে সবুর হত্যা মামলার আসামি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই আমার প্রতিপক্ষ বাবলু , রুবেল, মনোয়ার ও মতিয়াররা আমার বাবাকে হত্যা করেছে।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, ফাঁকা মাঠ থেকে নজির উদ্দিন নামের একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এলাকা আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

About Author Information
আপডেট সময় : ০১:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
১৮৪ Time View

কুষ্টিয়ায় জমি থেকে কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১

কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আবাদি জমি থেকে হাত-পা বাঁধা এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে নিহতের বাড়ির অদূরে আবাদি জমি থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম নজিরউদ্দিন (৫৯)। তিনি ওই গ্রামের মৃত হায়াত আলীর ছেলে।

নিহতের ছেলে মিরাজ জানান, বাবা প্রায় দিনই  পুকুরপাড়ে বাঁশের চালার ওপর রাতে শুয়ে থাকতেন।

শুক্রবার রাত ১২টার দিকেও সেখানে ছিলেন তিনি। শনিবার সকাল ৬টার দিকে তার চাচি শিউলী খাতুন জানান, বাবা বাড়ির অদূরে রজব মোল্লার জমিতে ঘুমাচ্ছেন। আমি দ্রুত মাঠে গিয়ে দেখি বাবার হাত ও পা বাঁধা। উপুড় হয়ে পড়ে আছেন। চোখে মুখে রক্ত ও আঘাতের চিহ্ন।

ছেলে মিরাজ আরও বলেন, আমি একজন ভ্যানচালক। আমাকে সবুর হত্যা মামলার আসামি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই আমার প্রতিপক্ষ বাবলু , রুবেল, মনোয়ার ও মতিয়াররা আমার বাবাকে হত্যা করেছে।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, ফাঁকা মাঠ থেকে নজির উদ্দিন নামের একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এলাকা আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।