ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় তিন মাসের শিশু হত্যায় চাচী’র যাবজ্জীবন

Reporter Name

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া মডেল থানায় দায়েকৃত সদ্যজাত(৩মাস) একটি শিশু হত্যা মামলায় শাপলা রাণী(২২)নামে শিশুর চাচীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রোবরার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামীর আদালত আসামীর উপস্থিতিতে এই রায় দেন।

দন্ডপ্রাপ্ত হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দাসপাড়া গ্রামের বিশু কুমার দাসের স্ত্রী শাপলা রানী দাস(২২)। আদালতের প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ জানুয়ারী দুপুর সাড়ে ১২টায় উপজেলার আলামপুর দাসপাড়া গ্রামের মানিক কুমার দাসের ৩মাস বয়সী শিশু মুক্তা রানী দাসকে ঘরের বারান্দায় শোয়া অবস্থা থেকে নিঁখোজ হয়। ঘটনার দিন রাত পৌনে ৮টার দিকে বাড়ীর টিউবওয়েলের পাশ থেকে মৃত শিশুকে খুঁজে পান পরিবারের লোকজন। এ ঘটনায় নিহত শিশুর দাদা সুনীল কুমার দাস বাদি হয়ে পরদিন ২৩জানুয়ারী অজ্ঞাত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অপহরণ পূর্বক হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ১৪ মার্চ,২০১৯ তারিখে আদালতে চার্জশীট দেয় পুলিশ।

তদন্ত কালে হত্যাকান্ডের মোটিভ সম্পর্কে পুলিশ জানতে পারে, ঘটনার কয়েক বছর পূর্বে নিহত শিশুর পিতা মানিক কুমার দাসের চাচাত ভাই বিশু কুমার ও শাপলা রানী দাসের একটি শিশু পূত্রকে নিহত মুক্তা রানীর দাদী গোলাপী রানী দাস গোসল করিয়ে দেন। পরে শিশুটি ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

এতে শাপলা রানী দাসের বিশ্বাস যে, গোলাপী রানী দাসের গোসল করানোর জন্যই তার শিশুটির মৃত্যু হয়। এই আক্রোশ থেকেই আসামী শাপলা রানী দাস প্রতিশোধ নিতে মুক্তা রানী(৩মাস)কে হত্যা করেন বলে প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার এস আই রব্বানী সরকার দ:বি: ৩০২ধারায় আসামী শাপলা রানী দাসের বিরুদ্ধে হত্যাকান্ডের অভিযোগ দাখিল করেন আদালতে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

About Author Information
আপডেট সময় : ০৯:২৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
৪৪০ Time View

কুষ্টিয়ায় তিন মাসের শিশু হত্যায় চাচী’র যাবজ্জীবন

আপডেট সময় : ০৯:২৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া মডেল থানায় দায়েকৃত সদ্যজাত(৩মাস) একটি শিশু হত্যা মামলায় শাপলা রাণী(২২)নামে শিশুর চাচীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রোবরার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামীর আদালত আসামীর উপস্থিতিতে এই রায় দেন।

দন্ডপ্রাপ্ত হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দাসপাড়া গ্রামের বিশু কুমার দাসের স্ত্রী শাপলা রানী দাস(২২)। আদালতের প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ জানুয়ারী দুপুর সাড়ে ১২টায় উপজেলার আলামপুর দাসপাড়া গ্রামের মানিক কুমার দাসের ৩মাস বয়সী শিশু মুক্তা রানী দাসকে ঘরের বারান্দায় শোয়া অবস্থা থেকে নিঁখোজ হয়। ঘটনার দিন রাত পৌনে ৮টার দিকে বাড়ীর টিউবওয়েলের পাশ থেকে মৃত শিশুকে খুঁজে পান পরিবারের লোকজন। এ ঘটনায় নিহত শিশুর দাদা সুনীল কুমার দাস বাদি হয়ে পরদিন ২৩জানুয়ারী অজ্ঞাত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অপহরণ পূর্বক হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ১৪ মার্চ,২০১৯ তারিখে আদালতে চার্জশীট দেয় পুলিশ।

তদন্ত কালে হত্যাকান্ডের মোটিভ সম্পর্কে পুলিশ জানতে পারে, ঘটনার কয়েক বছর পূর্বে নিহত শিশুর পিতা মানিক কুমার দাসের চাচাত ভাই বিশু কুমার ও শাপলা রানী দাসের একটি শিশু পূত্রকে নিহত মুক্তা রানীর দাদী গোলাপী রানী দাস গোসল করিয়ে দেন। পরে শিশুটি ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

এতে শাপলা রানী দাসের বিশ্বাস যে, গোলাপী রানী দাসের গোসল করানোর জন্যই তার শিশুটির মৃত্যু হয়। এই আক্রোশ থেকেই আসামী শাপলা রানী দাস প্রতিশোধ নিতে মুক্তা রানী(৩মাস)কে হত্যা করেন বলে প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার এস আই রব্বানী সরকার দ:বি: ৩০২ধারায় আসামী শাপলা রানী দাসের বিরুদ্ধে হত্যাকান্ডের অভিযোগ দাখিল করেন আদালতে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।