কুষ্টিয়ায় দোকান কর্মচারীকে হত্যার দায়ে যুবকের ফাঁসি
কুষ্টিয়াঃ
কুষ্টিয়া মডেল থানার দোকান কর্মচারী যুবক হত্যা মামলায় এক যুবকের মৃত্যু দন্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত আসামী হলেন, কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার শহীদ লিয়াকত হোসেন সড়কের মৃত: দেলোয়ার হোসেনের ছেলে লিটন (৩২)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ জুন রাত সাড়ে ১১টায় শহরের আড়ুয়াপাড়া এলাকায় গার্মেন্টস দোকান কর্মচারী ইয়াছির আরাফাত লাল্টুকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত লাল্টুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ইয়াছির আরাফাত লাল্টুর বাবা সামসুল আলম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিটনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের অক্টোবরে আদালতে চার্জশীট দেয় পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌশুলী(পিপি) এ্যাড, অনুপ কুমার নন্দী সত্যতা নিশ্চিত করেছেন।