ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় নতুন বইয়ের ঘ্রাণে মেতেছে শিক্ষার্থীরা

Reporter Name

কুষ্টিয়াঃ

“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব শুরু হয়েছে। কুষ্টিয়ায় বই উৎসবে বইয়ের ঘ্রাণে মেতে ছিল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পুড়ুয়া লক্ষ লক্ষ শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিন। জেলার সকল শিক্ষার্থী স্কুলের মাঠে উপস্থিত। স্কুলের কোন ঘোষণা বা পিটি করার জন্য হাজির হয়নি তারা। আজ স্কুল মাঠে সবাই আছে নতুন কিছু পাওয়ার অপেক্ষায়। হ্যাঁ, আজ নতুন বছরের প্রথম দিন বই উৎসব-২০২০।

সবাই কানাকানি করছে। নতুন বই দিয়ে কি করবি? বইটা বাঁধিয়ে রাখবো। অনেকের গত বছরের বই বছরের শেষের দিকে পাতাগুলো ছিড়ে গেছে। এবার বই খুব যত্নে করে রাখবো। সঙ্গে যত্ন করে বইয়ের সব পড়া পড়বো। নতুন বই পড়ার মজাই অন্য রকম। এই রকমই আনন্দঘন মুর্হূতের মধ্যে দিয়ে সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া জিলা স্কুল অডিটোরিয়ামে পাঠ্য পুস্তক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো.আসলাম হোসেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতেখারুল ইসলাম প্রমুখ। এসময় জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জেলায় এবার মাধ্যমিক, দাখিল ও কারগরি পর্যায়ে ১লাখ, ৭৭ হাজার, ৮৩৬ জন শিক্ষার্থীর মাঝে ৩২লাখ, ৪১ হাজার পাঠ্য পুস্তক এবং প্রাথমিক ও ইবতেদায়ী পর্যায়ে ২লাখ, ৭৭ হাজার ৮১৯জন শিক্ষার্থী মাঝে ১৩লাখ ৪৩ হাজার ৫৮৩টি পাঠ্য পুস্তক বিতরণ করা হবে।

About Author Information
আপডেট সময় : ০৬:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
৪৩৯ Time View

কুষ্টিয়ায় নতুন বইয়ের ঘ্রাণে মেতেছে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৬:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০

কুষ্টিয়াঃ

“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব শুরু হয়েছে। কুষ্টিয়ায় বই উৎসবে বইয়ের ঘ্রাণে মেতে ছিল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পুড়ুয়া লক্ষ লক্ষ শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিন। জেলার সকল শিক্ষার্থী স্কুলের মাঠে উপস্থিত। স্কুলের কোন ঘোষণা বা পিটি করার জন্য হাজির হয়নি তারা। আজ স্কুল মাঠে সবাই আছে নতুন কিছু পাওয়ার অপেক্ষায়। হ্যাঁ, আজ নতুন বছরের প্রথম দিন বই উৎসব-২০২০।

সবাই কানাকানি করছে। নতুন বই দিয়ে কি করবি? বইটা বাঁধিয়ে রাখবো। অনেকের গত বছরের বই বছরের শেষের দিকে পাতাগুলো ছিড়ে গেছে। এবার বই খুব যত্নে করে রাখবো। সঙ্গে যত্ন করে বইয়ের সব পড়া পড়বো। নতুন বই পড়ার মজাই অন্য রকম। এই রকমই আনন্দঘন মুর্হূতের মধ্যে দিয়ে সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া জিলা স্কুল অডিটোরিয়ামে পাঠ্য পুস্তক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো.আসলাম হোসেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতেখারুল ইসলাম প্রমুখ। এসময় জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জেলায় এবার মাধ্যমিক, দাখিল ও কারগরি পর্যায়ে ১লাখ, ৭৭ হাজার, ৮৩৬ জন শিক্ষার্থীর মাঝে ৩২লাখ, ৪১ হাজার পাঠ্য পুস্তক এবং প্রাথমিক ও ইবতেদায়ী পর্যায়ে ২লাখ, ৭৭ হাজার ৮১৯জন শিক্ষার্থী মাঝে ১৩লাখ ৪৩ হাজার ৫৮৩টি পাঠ্য পুস্তক বিতরণ করা হবে।