কুষ্টিয়ায় পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
কুষ্টিয়া:
কুষ্টিয়ার খোকসা উপজেলা ওসমানপুরে আরো একজন পুলিশ সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ওই এলাকাটিকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, নভেল করোনাভাইরাসে আক্রান্ত ওই পুলিশ সদস্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি। করোনাভাইরাস তার শরীরে সংক্রমিত হওয়ার লক্ষ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য(আইইডিসিআরে)পাঠিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে চলে আসেন তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুরে। আজ দুপুরে তার মোবাইল ফোনে(আইইডিসিআর)থেকে এসএমএসে তার শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা এ তথ্য নিশ্চিত করে জানান,এ খবর পাওয়ার পরেই ওই এলাকাটিকে লকডাউন করা হয়েছে। তবে এখন ওই পুলিশ সদস্য সুস্থ ও স্বাভাবিক আছেন।