কুষ্টিয়ায় প্রবাসীদের বাড়িতে লাল নিশান
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় বিদেশ ফেরত প্রবাসীদের বাড়িতে বাড়িতে লাল নিশান লাগানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে এড়াতে বিদেশ ফেরতদের শনাক্ত করে তাদের বাড়িতে লাল নিশানা ঝুলিয়ে দেয় পুলিশ।
সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় বিদেশ ফেরতদের শনাক্ত করে তাদের বাড়ির সামনে লাল নিশানা ঝুলিয়ে দেওয়ার কাজ করছেন স্থানীয় থানা পুলিশ। শুধু তাই নয়, প্রবাসীর হাতে সিল লাগানো হয়েছে। প্রবাসীদের বাড়ির মূল ফটকে তাদের দেশে আসার তারিখও লিখে দেওয়া হচ্ছে।
জেলার ছয়টি উপজেলায় গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত ১ এক হাজার ১৩৯ জন প্রবাসী দেশে ফিরেছেন। এদের মধ্যে ৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত আসা ৭১৩ জনকে শনাক্ত করে তাদেরকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ। জেলায় প্রবাসীদের বাড়ি শনাক্তর কাজটিও করছেন পুলিশ।
এদিকে প্রবাসীদের বাড়ি শনাক্ত করতে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় প্রত্যেক থানার অফিসার ইনচার্জ (ওসি) স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে কাজ করা হচ্ছে। পুলিশ সূত্র জানাগেছে, জেলার সবচেয়ে বেশি প্রবাসী এসেছেন দৌলতপুর উপজেলায় ৩৯৮ জন ও ভেড়ামারা উপজেলায় ২৭০ জন। এর মধ্যে ইতালি, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া প্রবাসীর সংখ্যাই বেশি।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপি এম (বার) বলেন, বিদেশ ফেরত প্রবাসীদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। তাদের বাড়ির সামনে লাল নিশানা ঝুলিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এছাড়া প্রবাসীর হাতে সিল লাগানো হয়েছে। তারা যাতে ঘরের বাইরে ১৪দিন বের না হতে পারে। এব্যাপারে পুলিশকেও সজাগ থাকতেও বলা হয়েছে। এলাকাবাসীকেও নজরে রাখার জন্য বলা হয়েছে। তবে এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন। সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করে ১৪দিন হয়ে গেলে পর্যায়ক্রমে তাদের স্বাভাবিক জীবনে চলার অনুমতি দেওয়া হবে।