কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে নানা আয়োজন
কুষ্টিয়াঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে। জন্মশতবার্ষিকী ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের অংশ হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসন দু’দিনব্যাপী এ কর্মসূচীর আয়োজন করেছে। এ উপলক্ষে দুপুর সোয়া দু’টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন রয়েছে।
পরে কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু ভাস্কর্যে পূষ্পার্ঘ অর্পন ছাড়াও সরকারী বেসরকারী দপ্তরে আলোকসজ্জা, সন্ধ্যায় বঙ্গবন্ধু ভাস্কর্য প্রাঙ্গণে আলোচনা সভা ও মণোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত একটি ডিজিটাল কিয়স্কের উদ্বোধন করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
এর আগে আজ শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রেসকনফারেন্স করে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন । এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, কুষ্টিয়া জেলা উপ পরিচালক (স্থানীয় সরকার) মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রশিদ চৌধরী,উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ প্রমুখসহ জেলায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।