কুষ্টিয়ায় ভুয়া পুলিশকে গণধোলাই
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুরে কৃষকের কাছে পাঁচশত টাকা চাঁদা দাবি করায় লিওন নামে এক ভুয়া পুলিশের এস আই কে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়ায় এঘটনা ঘটে।
লিওন ফুলবাড়ীয়া ইউনিয়নের গড়দহ চর এলাকার নাসির মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কৃষক রাজ্জাকের কাছে লিওন পুলিশের এস আই পরিচয় দিয়ে পাঁচশত টাকা চাঁদা দাবি করলে বিষয়টি সন্দেহ হয় রাজ্জাকের। একপর্যায়ে রাজ্জাক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতন্ডার হয়। বিষয়টি জানা জানি হলে এসময় স্থানীয়রা লিওনকে গণধোলাই দিতে শুরু করলে কৌশলে পালিয়ে যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় লিওন পালিয়ে গেলেও তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিরপুর থানার (ওসি) আবুল কালাম এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিওন একজন প্রতারক। এর আগেও লোকজনের কাছে লিওন ভুয়া পুলিশের এস আই পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।