কুষ্টিয়ায় সর্দি জ্বরে ইজিবাইক চালকের মৃত্যু, এলাকায় আতঙ্ক
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় ৪০ বছর বয়সী এক ইজিবাই চালকের মৃত্যু হয়েছে। গত তিনদিন ধরে ওই ইজিবাইক চালক শ্বাসকষ্ট, স্বর্দি ও গলা ব্যথা অনুভব করছিলেন ওই ব্যক্তি।
সোমবার সকালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকা জুড়ে করোনা আতঙ্ক বিরাজ করছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ওই ব্যাক্তির শরীরে করোনা সংক্রমন ছিল কী না তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে শ্বাসকষ্ট, জ্বর স্বর্দি গলাব্যথা অনুভব করছিলেন তিনি। তার মরদেহ এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। মৃত ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান মৃত ওই ব্যক্তির দাফন কিভাবে হবে তা আইইডিসিআর’র সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, এঘটনায় মৃত ব্যাক্তির বাড়িসহ কুষ্টিয়া শহরের চৌড়হাঁস শাহাপাড়ার আশ পাশের কয়েকটি বাড়ি লক ডাউন করেছে স্থানীয় প্রশাসন।