কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার খোকসা থানায় দায়েরকৃত স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক) ধারায় জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। পাশাপাশি ১লক্ষ টাকা জরিমানাও করে আদালত।

দন্ডপ্রাপ্ত আসামী হলেন, কুষ্টিয়ার খোকসা উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল কাদের। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় যৌতুকের দাবিতে আব্দুল কাদের তার স্ত্রী মিলি খাতুনকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত মিলিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় নিহত গৃহবধু মিলির মামা সাইফুল ইসলাম বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ মে আদালতে চার্জশীট দেয় খোকসা থানা পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌশুলী (নারী ও শিশু, পিপি) এ্যাড, আব্দুল হালিম সত্যতা নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here