কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় ১০ বছর কারাদন্ড
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া খোকসা থানায় দায়েরকৃত স্ত্রী হত্যা মামলায় স্বামী দেলোয়ার হোসেন আপন (৩০) নামের একজনের ১০বছর কারাদন্ডসহ ১০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামীর উপস্থিতিতে এই রায় দেন।
সাজাপ্রাপ্ত হলেন- সুনামগঞ্জ জেলা কান্দিগাঁও গ্রামের মাসুক মিয়ার দেলোয়ার হোসেন ওরফে আপন(৩০)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ মার্চ, গভীর রাতে খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে গৃহবধু শারমীন আক্তার ভানু(২৫) কে কে বা কারা গলায় ওড়না পেচিয়ে এবং শরীরে আঘাত করে রক্তাক্ত জখম করে হত্যা করে পালিয়ে যায়। এঘটনায় নিহতের ভাই সামছুল আলম বাদি হয়ে খোকসা থানায় নিহতের স্বামী দেলোয়ার হোসেন আপনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি তদন্তভার গোয়েন্দা পুলিশের উপর ন্যাস্ত হলে নিযুক্ত তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে এই হত্যাকান্ডে নিহতের স্বামী দেলোয়ার হোসেন আপন জড়িত অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে ২০১৮ সালের ৩১আগষ্ট দ:বি: ৩০২ ধারায় অভিযোগ এনে আদালতে চার্জশীট দেয় পুলিশ।
মামলাটির মোটিভ সম্পর্কে প্রোসিকিউশন সূত্রে জানা যায়, এই হত্যাকান্ডে জড়িত আসামী আপন মোবাইল ফোনে পরিচয় ভিত্তিতে নিহত শারমীন আক্তার ভানুকে বিয়ে করেন। আপন ছিলো নিহত ভানুর ২য় স্বামী; প্রথম স্বামী এক কন্যা সন্তান রেখে বিষপানে আত্মহত্যা করেন। তদন্ত প্রবিবেদন বিশ্লেষন পূর্বক আদালতের পর্যবেক্ষনে বলা হয়েছে- নিহত ভানু’র প্রথম স্বামী স্ত্রীকে অনৈতিক সম্পর্করত অবস্থায় দেখে উত্তেজিত হয়ে স্ত্রীকে হত্যা না করে নিজেই আত্মহত্যা করেছিলো ওই একই কারণে নিহতের ২য় স্বামী আপন নিজেকে হত্যা না করে স্ত্রীকে হত্যা করেছে বলে প্রতীয়মান হওয়ায় ইতোপূর্বে মহামান্য উচ্চ আদালতের দেয়া একটি রায়ের সাথে সাদৃশ্য বিবেচনায় এই হত্যাকান্ডের বিষয়টিকে ‘উত্তেজিত নরহত্যা’ হিসেবে বিবেচনায় দ:বি: ৩০২ ধারার পরিবর্তে ৩০৪ ধারার অপরাধ হিসেবে আমলে নেন বিজ্ঞ আদালত।
রাষ্ট্রপক্ষের কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, সত্যতা নিশ্চিত করেছেন।