ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

Reporter Name

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়েরকৃত হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ৫০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে দুই আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ জেলার কুলবাড়িয়া গ্রামের মহি উদ্দিন মিয়ার ছেলে (পলাতক আসামী) মো: রবিউল ইসলাম, একই গ্রামের মৃত: জয়নাল আদেবদীনের ছেলে গোলাম সরোয়ার ওরফে সরু(৪৫) এবং কোটচাঁদপুরের ব্রীজঘাট বাদাম বাজার এলাকার মৃত: রবিউল ইসলামের ছেলে আনিসুজ্জামান ওরফে আনিছ(৫৭)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫অক্টোবর সকাল সাড়ে ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে ডোবা (শান্তিডাঙ্গা এলাকা) থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলায় তার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা লাশ উদ্ধার করে পুলিশ। এই ওই ঘটনায় ইবি থানার এস আই নজরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে এ হত্যা মামলা করেন। থানা পুলিশ মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ এপ্রিল আদালতে চার্জশিট প্রদান করেন । মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড, অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

About Author Information
আপডেট সময় : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
৩০৩ Time View

কুষ্টিয়ায় হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়েরকৃত হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ৫০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে দুই আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ জেলার কুলবাড়িয়া গ্রামের মহি উদ্দিন মিয়ার ছেলে (পলাতক আসামী) মো: রবিউল ইসলাম, একই গ্রামের মৃত: জয়নাল আদেবদীনের ছেলে গোলাম সরোয়ার ওরফে সরু(৪৫) এবং কোটচাঁদপুরের ব্রীজঘাট বাদাম বাজার এলাকার মৃত: রবিউল ইসলামের ছেলে আনিসুজ্জামান ওরফে আনিছ(৫৭)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫অক্টোবর সকাল সাড়ে ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে ডোবা (শান্তিডাঙ্গা এলাকা) থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলায় তার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা লাশ উদ্ধার করে পুলিশ। এই ওই ঘটনায় ইবি থানার এস আই নজরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে এ হত্যা মামলা করেন। থানা পুলিশ মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ এপ্রিল আদালতে চার্জশিট প্রদান করেন । মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড, অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।