কুষ্টিয়ায় হোম কোয়ারেন্টাইনে ২২ জন
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলায় বিদেশ ফেরত ২২জন এখন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয় করোনা নিয়ন্ত্রণ সেলের দায়িত্বরত মেডিকেল অফিসার নুসরাত জাহান।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ১০ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানের ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তারা সকলেই বিদেশ ফেরত লোকজন বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সাবক্ষনিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন জেলা করোনা নিয়ন্ত্রণ সেলের দায়িত্বরত মেডিকেল অফিসারা। এখন পর্যন্ত তারা সকলেই সুস্থ রয়েছেন।