কুষ্টিয়ায় ৭টি প্রবেশ পথে বাঁশের ব্যারিকেড
কুষ্টিয়া প্রতিনিধিঃ
করোনা প্রতিরোধে কুষ্টিয়া জেলার সাতটি প্রবেশ পথে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই প্রতিটি ব্যারিকেডের কাছে পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকেই এ সিদ্বান্ত নেওয়া হয়।
এদিকে কুষ্টিয়ার দৌলতপুর ও কুমারখালী উপজেলার তিনটি প্রবেশ পথ লকডাউন ঘোষনা করা হয়েছে। সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তিনটি ও দৌলতপুর উপজেলার তিনটি প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে লকডাউন ঘোষনা করা হয়। এতে মেহেরপুর ও ভেড়ামারা উপজেলার সঙ্গে সড়কপথে দৌলতপুরের যোগাযোগ বন্ধ রয়েছে।
অন্যদিকে দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ব্রিজের ওপর এবং ধর্মদহ এলাকার কাজীপুর ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে গাংনী উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও ভেড়ামারা উপজেলার সাথে দৌলতপুর উপজেলার সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন।
কুষ্টিয়া জেলা প্রশাসক মো.আসলাম হোসেন জানান,করোনার প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মাদারীপুর, গাজীপুরসহ করোনা সংক্রমিত কোনো জেলা থেকে কোনো ব্যক্তি বা পরিবহনে করে কুষ্টিয়ায় প্রবেশ করতে পারবে না।