কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমীর, সম্পাদক স্মৃতি
ঢাকাঃ
কৃষকলীগের নতুন কমিটি করা হয়েছে। নতুন কমিটির সভাপতি বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন নেতা নির্বাচন হয়। এসময় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে। এটি পরিচালনা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ইতোপূর্বে কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কৃষি উপকরণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি পেশায় আইনজীবী। তার বাড়ি গাইবান্ধা জেলায়। সংরক্ষিত নারী আসন-৪ থেকে ২০১৪ সালের ১৯ মার্চ সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৯ জুলাই সম্মেলনের মাধ্যমে মোতাহার হোসেন মোল্লাকে সভাপতি ও শামসুল হক রেজাকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। দীর্ষ ৭ বছর পর সংগঠনটির সম্মেলন হয়েছে।