ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কেন হামলা হলো সাইফের ওপর?

সবুজদেশ ডেস্ক:

 

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে অজ্ঞতা এক যুবকের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় মুম্বাইয়ের পুলিশের নিরাপত্তা, হিন্দুত্ববাদী উগ্র সংগঠন লরেন্স বিশ্নোই গ্যাংয়ের যোগসূত্রসহ একাধিক বিতর্কের জন্ম নিয়েছে। 

বান্দ্রার ‘সৎগুরু শরণ’ ভবনের দ্বাদশ তলায় সাইফ আলি খান ও করিনা কাপুর খানের সুখের সংসার। রাত আড়াইটার সময় তৈমুর, জেহ্‌র ঘরের দিক থেকে ভেসে আসে চিৎকার। ঘরের ভেতর দেখা যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে। এক গৃহকর্মী ইলিয়ামা ফিলিপ ওরফে আলিয়াস লিমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিল অজ্ঞাত ব্যক্তি। গৃহকর্মীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। এরপর সাইফের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অজ্ঞাত ব্যক্তি দুই তিন বার ধারালো অস্ত্র দিয়ে অভিনেতাকে আঘাত করে।

পারিবারিক গৃহকর্মী ভাড়া করা অটোরিকশায় সাইফ আলী খানকে আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে নিয়ে যায়।  ইতোমধ্যেই এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন গাড়িতে নিয়ে যাওয়া গেল না সাইফকে, তবে সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, সাইফের শরীরের দু’টি জখম গুরুতর। তার মেরুদণ্ডে রয়েছে ভাঙা ছুরির অংশ। প্রায় আড়াই ঘণ্টায় দু’টি অস্ত্রোপচারের পর অভিনেতাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা।

তদন্তে অপরাধ দমন শাখা :

সকাল থেকেই সাইফ-কারিনার আবাসস্থলের বাইরে অবস্থান করছেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা। সেখানে দেখা যায়, এনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়েককে। দুপুরের পরে বৃহস্পতিবার মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানান, অভিযুক্ত যুবককে চিহ্নিত করা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই সন্দেহভাজনের ছবি প্রকাশ করে মুম্বই পুলিশ। ঘটনার পর কীভাবে ওই যুবক বাড়ি থেকে পালাচ্ছিল সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত সিঁড়ি দিয়ে নামতে নামতে সিসিটিভির দিকে তাকাচ্ছে। কাঁধে একটি ব্যাগ রয়েছে। এই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ইতোমধ্যে সাত সদস্যের একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।

উদ্বিগ্ন বলিউড:

বৃহস্পতিবার সকালেই লীলাবতী হাসপাতালে দেখা যায় শাহরুখ খানকে। সহ-অভিনেতার খোঁজ খবর নিতে পৌঁছন তিনি। দুপুরে বাবাকে দেখতে ভাই ইব্রাহিমের সঙ্গে হাসপাতালে আসেন সারা আলি খান। একাধিক বার দেখা যায় কারিনা কাপুরকে। বিকেলে হাসপাতালে আসেন অভিনেতার শ্যালক রণবীর কাপুর, ভগ্নিপতি কুণাল খেমু।

এই ঘটনায় বলিউডের তারকারা মুম্বাই ও বান্দ্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ মাস কয়েক আগেই বান্দ্রায় প্রকাশ্যে খুন হয়েছেন রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকি। সালমন খানের বাড়ির বাইরে চলেছে গুলি। একাধিক বার প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে ভাইজানসহ তার পরিবারকে।

মুম্বইয়ের অন্যতম অভিজাত পরিবারের উপর ঘটে যাওয়া এমন হামলায় ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা প্রশ্ন উঠেছে। বিষয়টিকে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন। কিন্তু তা বলে মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।

হিন্দুত্ববাদী উগ্র সংগঠন লরেন্স বিশ্নোই গ্যাংয়ের যোগসূত্র:

সাইফের উপর হামলার ঘটনায় অনেকই সন্দেহ করছেন এর সঙ্গে যুক্ত রয়েছেন হিন্দুত্ববাদী উগ্র সংগঠন লরেন্স বিশ্নোই গ্যাং। প্রায় ২৬ বছর আগে সালমান খানের সঙ্গে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে অভিনয় করেছিলেন সাইফ। রাজস্থানে সে ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে।

সে সময় তার সঙ্গেই ছিলেন সহ অভিনেতা সাইফ, তাব্বুরা। বহু বছর পর সালমান কৃষ্ণসার শিকার মামলায় মুক্তি পেলেও বিশ্নোই সম্প্রদায়ের লরেন্স বিশ্নোই ও তার দলবল তাকে রেহাই দিতে নারাজ। ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে তারা। সম্প্রতি বাবা সিদ্দিকির হত্যার পর লরেন্স ঘনিষ্ঠেরা দাবি করেছে, শুধু সালমান নয়, অভিনেতার ঘনিষ্ঠ কাউকেই তারা রেহাই দিবেন না।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ১১:২২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৮ Time View

কেন হামলা হলো সাইফের ওপর?

আপডেট সময় : ১১:২২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

 

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে অজ্ঞতা এক যুবকের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় মুম্বাইয়ের পুলিশের নিরাপত্তা, হিন্দুত্ববাদী উগ্র সংগঠন লরেন্স বিশ্নোই গ্যাংয়ের যোগসূত্রসহ একাধিক বিতর্কের জন্ম নিয়েছে। 

বান্দ্রার ‘সৎগুরু শরণ’ ভবনের দ্বাদশ তলায় সাইফ আলি খান ও করিনা কাপুর খানের সুখের সংসার। রাত আড়াইটার সময় তৈমুর, জেহ্‌র ঘরের দিক থেকে ভেসে আসে চিৎকার। ঘরের ভেতর দেখা যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে। এক গৃহকর্মী ইলিয়ামা ফিলিপ ওরফে আলিয়াস লিমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিল অজ্ঞাত ব্যক্তি। গৃহকর্মীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। এরপর সাইফের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অজ্ঞাত ব্যক্তি দুই তিন বার ধারালো অস্ত্র দিয়ে অভিনেতাকে আঘাত করে।

পারিবারিক গৃহকর্মী ভাড়া করা অটোরিকশায় সাইফ আলী খানকে আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে নিয়ে যায়।  ইতোমধ্যেই এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন গাড়িতে নিয়ে যাওয়া গেল না সাইফকে, তবে সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, সাইফের শরীরের দু’টি জখম গুরুতর। তার মেরুদণ্ডে রয়েছে ভাঙা ছুরির অংশ। প্রায় আড়াই ঘণ্টায় দু’টি অস্ত্রোপচারের পর অভিনেতাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা।

তদন্তে অপরাধ দমন শাখা :

সকাল থেকেই সাইফ-কারিনার আবাসস্থলের বাইরে অবস্থান করছেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা। সেখানে দেখা যায়, এনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়েককে। দুপুরের পরে বৃহস্পতিবার মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানান, অভিযুক্ত যুবককে চিহ্নিত করা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই সন্দেহভাজনের ছবি প্রকাশ করে মুম্বই পুলিশ। ঘটনার পর কীভাবে ওই যুবক বাড়ি থেকে পালাচ্ছিল সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত সিঁড়ি দিয়ে নামতে নামতে সিসিটিভির দিকে তাকাচ্ছে। কাঁধে একটি ব্যাগ রয়েছে। এই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ইতোমধ্যে সাত সদস্যের একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।

উদ্বিগ্ন বলিউড:

বৃহস্পতিবার সকালেই লীলাবতী হাসপাতালে দেখা যায় শাহরুখ খানকে। সহ-অভিনেতার খোঁজ খবর নিতে পৌঁছন তিনি। দুপুরে বাবাকে দেখতে ভাই ইব্রাহিমের সঙ্গে হাসপাতালে আসেন সারা আলি খান। একাধিক বার দেখা যায় কারিনা কাপুরকে। বিকেলে হাসপাতালে আসেন অভিনেতার শ্যালক রণবীর কাপুর, ভগ্নিপতি কুণাল খেমু।

এই ঘটনায় বলিউডের তারকারা মুম্বাই ও বান্দ্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ মাস কয়েক আগেই বান্দ্রায় প্রকাশ্যে খুন হয়েছেন রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকি। সালমন খানের বাড়ির বাইরে চলেছে গুলি। একাধিক বার প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে ভাইজানসহ তার পরিবারকে।

মুম্বইয়ের অন্যতম অভিজাত পরিবারের উপর ঘটে যাওয়া এমন হামলায় ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা প্রশ্ন উঠেছে। বিষয়টিকে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন। কিন্তু তা বলে মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।

হিন্দুত্ববাদী উগ্র সংগঠন লরেন্স বিশ্নোই গ্যাংয়ের যোগসূত্র:

সাইফের উপর হামলার ঘটনায় অনেকই সন্দেহ করছেন এর সঙ্গে যুক্ত রয়েছেন হিন্দুত্ববাদী উগ্র সংগঠন লরেন্স বিশ্নোই গ্যাং। প্রায় ২৬ বছর আগে সালমান খানের সঙ্গে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে অভিনয় করেছিলেন সাইফ। রাজস্থানে সে ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে।

সে সময় তার সঙ্গেই ছিলেন সহ অভিনেতা সাইফ, তাব্বুরা। বহু বছর পর সালমান কৃষ্ণসার শিকার মামলায় মুক্তি পেলেও বিশ্নোই সম্প্রদায়ের লরেন্স বিশ্নোই ও তার দলবল তাকে রেহাই দিতে নারাজ। ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে তারা। সম্প্রতি বাবা সিদ্দিকির হত্যার পর লরেন্স ঘনিষ্ঠেরা দাবি করেছে, শুধু সালমান নয়, অভিনেতার ঘনিষ্ঠ কাউকেই তারা রেহাই দিবেন না।

সবুজদেশ/এসইউ