কে কার কথা শোনে !
কে শোনে কার কথা! শিক্ষার্থীদের আন্দোলন, টানা দশ দিনের ট্রাফিক সপ্তাহ পালন—কিছুই যেন সচেতন করতে পারেনি পরিবহন সংশ্লিষ্ট অনেককে। তাঁরা এখনো চলছেন নিজের গতিতে। এখনো গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলতে দেখা যাচ্ছে চালকদের। নামে সিটিং সার্ভিস হলেও গাদাগাদি করে তোলা হচ্ছে যাত্রী। ছবিগুলো সোমবার রাজধানীর বিভিন্ন বাস থেকে তোলা।
শাহবাগের ব্যস্ত সড়কে গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলছেন রমজান পরিবহনের এই বাসচালক। তখনই বাসটির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছেন দুই শিক্ষার্থী।
শাহবাগের ব্যস্ত সড়কে গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলছেন রমজান পরিবহনের এই বাসচালক। তখনই বাসটির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছেন দুই শিক্ষার্থী।
এক হাতে সিগারেট আর মোবাইল, অন্য হাতে স্টিয়ারিং।
এক হাতে সিগারেট আর মোবাইল, অন্য হাতে স্টিয়ারিং।
তাঁর ছোট্ট একটু ভুলে ঘটতে পারত জীবননাশের মতো দুর্ঘটনা। বাসের অন্য যাত্রীরা ধমক দিলে চালক দ্রুত মোবাইলটি রেখে দিতে বাধ্য হন।
তাঁর ছোট্ট একটু ভুলে ঘটতে পারত জীবননাশের মতো দুর্ঘটনা। বাসের অন্য যাত্রীরা ধমক দিলে চালক দ্রুত মোবাইলটি রেখে দিতে বাধ্য হন।
গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোন টিপছেন গাবতলী-যাত্রাবাড়ী রুটের ৮ নম্বর বাসের এই চালক।
গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোন টিপছেন গাবতলী-যাত্রাবাড়ী রুটের ৮ নম্বর বাসের এই চালক।
চলন্ত গাড়িতে ফটকে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছেন মিরপুর-আজিমপুর রুটের বিকল্প অটো বাসের এই চালকের সহকারী।
চলন্ত গাড়িতে ফটকে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছেন মিরপুর-আজিমপুর রুটের বিকল্প অটো বাসের এই চালকের সহকারী।
সিটিং সার্ভিস কিংবা গেটলক বলা হলেও অনেক পরিবহে মানা হচ্ছে না নিয়ম। গাদাগাদি তোলা হচ্ছে যাত্রী। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়।
সিটিং সার্ভিস কিংবা গেটলক বলা হলেও অনেক পরিবহে মানা হচ্ছে না নিয়ম। গাদাগাদি তোলা হচ্ছে যাত্রী। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়।