ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৪ বছর বয়সি এক কিশোরী কে গলায় ছুরি ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী রুস্তম আলী (৩০) এর বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পৌর শহরের রেল স্টেশন পাড়ায়। ওই কিশোরীর ভাই শামীম হোসেন বাদী হয়ে মডেল থানায় মামলা করেছেন।
অভিযুক্ত রুস্তম আলী কোটচাঁদপুর রেল স্টেশন পাড়ার খোরশেদ আলীর ছেলে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, রবিবার রাতে ওই কিশোরী তাঁর শোবার ঘরে একা ঘুমিয়ে ছিল। এ সময় প্রতিবেশী রুস্তম আলী ঘরের টিন খুলে ভিতরে প্রবেশ করেন। এরপর তাঁর হাতে থাকা ধারালো ছুরি দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে, সে পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে সোমবার বিকালে ওই কিশোরীর ভাই শামীম হোসেন বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেছেন। মামলা নম্বর ২, তারিখ ২৮/০৭/২৫।
তবে ওই কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এস আই) অপু বিশ্বাস। তিনি আরো বলেন, ধর্ষকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
সবুজদেশ/এসএএস