“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটা র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে গিয়ে মিলিত হয়। পরে সন্মেলন কক্ষে আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।
সে সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি অফিসার জাহিদ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, ইনকিলাব সংবাদদাতা আব্দুল্লাহ বাশার প্রমুখ।
সভা শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উদ্দিনের নেতৃত্ব ফায়ার সার্ভিসের একটি চৌকস দল উম্মক্ত স্থানে সাধারণ জনগণের উদ্দেশ্য আগুন নিয়ন্ত্রণের কলা কৌশল প্রদর্শন করে। এ সময় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সবুজদেশ/এসইউ