ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে দুটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশরাফ আলী, মহেশপুরের ভৈরবা সেনা ক্যাম্পের ক্যাপটেন ইব্রাহিমসহ অন্যান্যরা।
ভ্রাম্যমাণ আদালত সু্ত্রে জানা গেছে, সোমবার কোটচাঁদপুরে দিনব্যাপী ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুই ভাটা মালিককে জরিমানা করা হয় তিন লাখ টাকা। গুড়িয়ে দেওয়া হয় দুটি ইটভাটা। যার মধ্যে কোটচাঁদপুরের মকছেদ মোড়ের রিপন ব্রিকসকে দুই লাখ ও সাবদারপুর বাজার সংলগ্ন রুমন ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। গুঁড়িয়ে দেয়া হয় তুহিন ব্রীকস ও রুমন ব্রীকসের ইট ও চিমনী।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় তাদেরকে ভাটা পরিচালনায় নিষেধাজ্ঞা দেন অভিযানের কর্মকর্তারা।
সবুজদেশ/এসএএস