ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে গরুর মালিকরা কুপিয়ে জখম করেছে ক্ষেত মালিককে

 

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের জালাল উদ্দীনের ছেলে মাসুদ হোসেনের ক্ষেতে লাগানো ভূট্টাগাছ প্রতিবেশী সামেদ আলীর গরুতে খেয়ে নষ্ট করার ঘটনায় একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে গরুর মালিকের সন্তানদের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত মাসুদের স্ত্রী রিতা খাতুন কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, গত সোমবার (২৭ অক্টোবর) তালসার গ্রামের সামেদ আলী মাসুদের ভূট্টা ক্ষেতের ভেতর দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় বেশ কিছু ভুট্টা গাছ খেয়ে নষ্ট করে গরুতে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভুট্টা গাছ খাওয়ার বিষয় সামেদ আলীর কাছে জানতে চাওয়া নিয়ে তর্ক বিতর্কের ঘটনা ঘটে। সে সময় সামেদ আলীর ছেলে আলামিন হোসেন, নাজমুল হোসেন ও সাইফুল ইসলাম মাসুদের উপর হামলা করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহত মাসুদকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মাসুদের স্ত্রী রিতা খাতুন জানান, থানায় লিখিত অভিযোগের পর থেকেই আসামীরা বিভিন্নভাবে অভিযোগ তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছেন। এতে করে আমি ও আমার স্বামী নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্ত আলামিন এর সাথে কথা বললে তিনি জানান, জমি চাষ করার জন্য গরু নিয়ে মাসুদের ভূট্টা ক্ষেত্রের ভেতর দিয়ে যাওয়ার সময় গরুতে কিছু ভূট্ট গাছ খেয়েছে। যার কারণে মাসুদ আমার বাবাকে অপমান অপদস্ত করছিলো । সে সময় আমাদের সাথে তর্কতর্কির এক পর্যায় মারামারি ঘটনা ঘটে। এতে সামান্য আহত হয়েছে তেমন বড় কোন দুর্ঘটনার ঘটনা ঘটে নি।

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে তার স্ত্রী। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

কোটচাঁদপুরে গরুর মালিকরা কুপিয়ে জখম করেছে ক্ষেত মালিককে

Update Time : ০৭:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

 

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের জালাল উদ্দীনের ছেলে মাসুদ হোসেনের ক্ষেতে লাগানো ভূট্টাগাছ প্রতিবেশী সামেদ আলীর গরুতে খেয়ে নষ্ট করার ঘটনায় একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে গরুর মালিকের সন্তানদের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত মাসুদের স্ত্রী রিতা খাতুন কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, গত সোমবার (২৭ অক্টোবর) তালসার গ্রামের সামেদ আলী মাসুদের ভূট্টা ক্ষেতের ভেতর দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় বেশ কিছু ভুট্টা গাছ খেয়ে নষ্ট করে গরুতে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভুট্টা গাছ খাওয়ার বিষয় সামেদ আলীর কাছে জানতে চাওয়া নিয়ে তর্ক বিতর্কের ঘটনা ঘটে। সে সময় সামেদ আলীর ছেলে আলামিন হোসেন, নাজমুল হোসেন ও সাইফুল ইসলাম মাসুদের উপর হামলা করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহত মাসুদকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মাসুদের স্ত্রী রিতা খাতুন জানান, থানায় লিখিত অভিযোগের পর থেকেই আসামীরা বিভিন্নভাবে অভিযোগ তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছেন। এতে করে আমি ও আমার স্বামী নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্ত আলামিন এর সাথে কথা বললে তিনি জানান, জমি চাষ করার জন্য গরু নিয়ে মাসুদের ভূট্টা ক্ষেত্রের ভেতর দিয়ে যাওয়ার সময় গরুতে কিছু ভূট্ট গাছ খেয়েছে। যার কারণে মাসুদ আমার বাবাকে অপমান অপদস্ত করছিলো । সে সময় আমাদের সাথে তর্কতর্কির এক পর্যায় মারামারি ঘটনা ঘটে। এতে সামান্য আহত হয়েছে তেমন বড় কোন দুর্ঘটনার ঘটনা ঘটে নি।

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে তার স্ত্রী। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সবুজদেশ/এসএএস