ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে গলা কেটে ভ্যান ছিনতাই, ভ্যানসহ ছিনতাইকারী আটক

 

ঝিনাইহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর থেকে চতুরপুরগামী পাকা রাস্তার উপর থেকে গত ৯ অক্টোবর দিনের বেলা জাহিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের গলায় ধারালো ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে তার কাছে থাকা পাখি ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ওই দিনই কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেন জাহিদুলের ভাই সাইদুর রহমান। যার মামলা নং-২।

পুলিশ জানায়, মামলার পর থেকেই আসামীদের ধরতে তৎপর হয় কোটচাঁদপুর থানা পুলিশ। মামলার সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ১৫ ই অক্টোবর মডেল থানার ওসি তদন্ত এনায়েত আলী খন্দকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মামলার প্রধান আসামী সবুজ হোসেনকে (২৭) কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন। আটককৃত সবুজ হোসেন মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের সুলতানের ছেলে বলে জানা গেছে।

প্রধান আসামীর স্বীকারোক্তি মোতাবেক হাত বদল হয়ে তিন বার পাখিভ্যানটি বিক্রয় করেছে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্যরা। প্রথমে ভ্যানটি ১০ হাজার টাকায় ক্রয় করেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার সোনা মিয়া নামে একজন, দর্শনা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য থেকে জানা যায় তিনি সুমন হোসেন নামে অন্য জনের নিকট ১৭ হাজার ৫০০ টাকায় ভ্যানটি বিক্রয় করেন। সুমন হোসেন কে প্রেফতারের পর জানান তিনি আক্তার হোসেন নামে অন্য জনের কাছে ২৪ হাজার টাকায় ভ্যানটি বিক্রি করেছেন।

আক্তার হোসেনকে প্রেফতার করে তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে দর্শনা থানাধীন দোস্ত আমতলা গ্রাম থেকে ওই পাখিভ্যানটি উর্দ্ধার করা হয়। আটককৃত আসামীদের বৃহস্পতিবার ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবীর হোসেন মাতুব্বর।

সবুজদেশ/এবি/এসএএস

Tag :
জনপ্রিয়

কোটচাঁদপুরে গলা কেটে ভ্যান ছিনতাই, ভ্যানসহ ছিনতাইকারী আটক

Update Time : ০৯:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

 

ঝিনাইহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর থেকে চতুরপুরগামী পাকা রাস্তার উপর থেকে গত ৯ অক্টোবর দিনের বেলা জাহিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের গলায় ধারালো ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে তার কাছে থাকা পাখি ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ওই দিনই কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেন জাহিদুলের ভাই সাইদুর রহমান। যার মামলা নং-২।

পুলিশ জানায়, মামলার পর থেকেই আসামীদের ধরতে তৎপর হয় কোটচাঁদপুর থানা পুলিশ। মামলার সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ১৫ ই অক্টোবর মডেল থানার ওসি তদন্ত এনায়েত আলী খন্দকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মামলার প্রধান আসামী সবুজ হোসেনকে (২৭) কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন। আটককৃত সবুজ হোসেন মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের সুলতানের ছেলে বলে জানা গেছে।

প্রধান আসামীর স্বীকারোক্তি মোতাবেক হাত বদল হয়ে তিন বার পাখিভ্যানটি বিক্রয় করেছে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্যরা। প্রথমে ভ্যানটি ১০ হাজার টাকায় ক্রয় করেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার সোনা মিয়া নামে একজন, দর্শনা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য থেকে জানা যায় তিনি সুমন হোসেন নামে অন্য জনের নিকট ১৭ হাজার ৫০০ টাকায় ভ্যানটি বিক্রয় করেন। সুমন হোসেন কে প্রেফতারের পর জানান তিনি আক্তার হোসেন নামে অন্য জনের কাছে ২৪ হাজার টাকায় ভ্যানটি বিক্রি করেছেন।

আক্তার হোসেনকে প্রেফতার করে তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে দর্শনা থানাধীন দোস্ত আমতলা গ্রাম থেকে ওই পাখিভ্যানটি উর্দ্ধার করা হয়। আটককৃত আসামীদের বৃহস্পতিবার ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবীর হোসেন মাতুব্বর।

সবুজদেশ/এবি/এসএএস