ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঋষি পাড়ায় অভিযান চালিয়েছেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১২ এপ্রিল) সকালে এ অভিযান চালান তারা। এ সময় ঘটনাস্থল থেকে দুই নারী মাদক কারবারি আটক করেন। জব্দ করেন গাঁজা ও চোলাই মদ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শনিবার সকালে কোটচাঁদপুর ঋষি পাড়ায় অভিযান চালায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ঘটনাস্থল থেকে উমা রানী (৪০) ও তারা রানি (৩৮) নামে দুই জন মাদক কারবারিকে আটক করেন। তাদের কাছ থেকে জব্দ করেন ১ কেজি গাঁজা ও ৪ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর শহরের ঋষি পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় ওই পাড়ার মনা দাসের মেয়ে উমা রানী ও সুশান্ত দাসের স্ত্রী তারা রানীকে। জব্দ করা হয় ১ কেজি গাঁজা, ৪ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম। তাদের বিরুদ্ধে মাদক আইনে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে।
কোটচাঁদপুর থানা ডিউটিরত উপপরিদর্শক (এসআই) সারমিন আক্তার বলেন, দুই মামলায় দুই জন আসামিকে দিয়ে গেছেন খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জামাল উদ্দীন। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে গাঁজা ও চোলাই মদ সংক্রান্ত পৃথক দুইটি মামলা হয়েছে।
সবুজদেশ/এসইউ