ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে গাছের মালিককে পেটালেন ‘রস চোরেরা’

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে খেজুর গাছের রস চুরি করতে দেখে ফেলায় গাছের মালিক রাসেল খন্দকারকে বেধড়ক মারপিট করেছে রস চোর চক্রের সদস্যরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর সরদার পাড়া মসজিদের সামনে।

ভুক্তভোগী রাসেল খোন্দকার সবুজদেশ নিউজকে বলেন, কোটচাঁদপুরের সলেমানপুর ঘোষ পাড়ার মাঠে তার খেজুর গাছের বাগান। গাছ কেটে রেখে আসার পর রস চুরি হয়ে যায়। রবিবার রাতে চোর ধরতে মাঠে পাহারা দিচ্ছিলাম। এ সময় ৭/৮ জনের একটি রস চোর চক্র গাছ থেকে রস নিয়ে ভ্যানে করে যাচ্ছিল। এ সময় তাদের গতিরোধ করলে, তারা রস নিয়ে চলে যান। আর বলে যান তোকে দেখে নিবো।

তিনি আরো বলেন, রাতের ঘটনা আমি ভুলেই গিয়েছিলাম। দুপুরে আমি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সলেমানপুর সরদার পাড়ার মসজিদের সামনে আসলে চোর চক্রের সদস্যরা তাকে গতিরোধ করেন। দা, রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এ সময় স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যান। পরে স্বজনদের সহায়তায় হাসপাতালে ভর্তি হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত আতিক নামের একজন তিনি চিনতে পেরেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী রাসেল খোন্দকার। তিনি কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের আজিজুল হক খোন্দকারের ছেলে।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফসান রহমান সবুজদেশ নিউজকে বলেন, আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর থানার ডিউটিরত উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার সবুজদেশ নিউজকে বলেন, ঘটনার পর আহত রাসেল থানায় আসছিলেন। চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। হয়তো পরে অভিযোগ করতে আসতে পারেন। তবে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।

সবুজদেশ/এসএএস

About Author Information

কোটচাঁদপুরে গাছের মালিককে পেটালেন ‘রস চোরেরা’

Update Time : ০৭:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে খেজুর গাছের রস চুরি করতে দেখে ফেলায় গাছের মালিক রাসেল খন্দকারকে বেধড়ক মারপিট করেছে রস চোর চক্রের সদস্যরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর সরদার পাড়া মসজিদের সামনে।

ভুক্তভোগী রাসেল খোন্দকার সবুজদেশ নিউজকে বলেন, কোটচাঁদপুরের সলেমানপুর ঘোষ পাড়ার মাঠে তার খেজুর গাছের বাগান। গাছ কেটে রেখে আসার পর রস চুরি হয়ে যায়। রবিবার রাতে চোর ধরতে মাঠে পাহারা দিচ্ছিলাম। এ সময় ৭/৮ জনের একটি রস চোর চক্র গাছ থেকে রস নিয়ে ভ্যানে করে যাচ্ছিল। এ সময় তাদের গতিরোধ করলে, তারা রস নিয়ে চলে যান। আর বলে যান তোকে দেখে নিবো।

তিনি আরো বলেন, রাতের ঘটনা আমি ভুলেই গিয়েছিলাম। দুপুরে আমি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সলেমানপুর সরদার পাড়ার মসজিদের সামনে আসলে চোর চক্রের সদস্যরা তাকে গতিরোধ করেন। দা, রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এ সময় স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যান। পরে স্বজনদের সহায়তায় হাসপাতালে ভর্তি হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত আতিক নামের একজন তিনি চিনতে পেরেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী রাসেল খোন্দকার। তিনি কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের আজিজুল হক খোন্দকারের ছেলে।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফসান রহমান সবুজদেশ নিউজকে বলেন, আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর থানার ডিউটিরত উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার সবুজদেশ নিউজকে বলেন, ঘটনার পর আহত রাসেল থানায় আসছিলেন। চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। হয়তো পরে অভিযোগ করতে আসতে পারেন। তবে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।

সবুজদেশ/এসএএস