ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে চুরির অভিযোগে কিশোরের মাথার চুল কর্তন, নিন্দার ঝড়

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে চুরির অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরের মাথার চুল কেটে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় বইছে। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে কোটচাঁদপুর পৌর এলাকার রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গণমাধ্যম কর্মীর ফোনে খবর পেয়ে পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সন্ধ্যায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের মধ্যস্থতায় ওই কিশোরকে তার বাবার হেফাজতে দেওয়া হয়।

নির্যাতনের শিকার কিশোর পৌর এলাকার রুদ্রপুর গ্রামের মিন্টু রহমানের ছেলে। ওই কিশোরের বয়স যখন চার মাস তখন বাবার সংসার ছেড়ে চলে যান তার মা। পরে বাবা আরেকটি বিয়ে করলে কিশোর দাদা-দাদির কাছে বড় হন।

মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন,গণমাধ্যম কর্মীর ফোনে খবর পেয়ে ওই ছেলেকে থানায় নিয়ে আসা হয়। রুদ্রপুর গ্রামের দুলালের বাড়িতে চুরি সন্দেহে তাকে ধরে এলকার কিছু যুবক মাথার চুল কাটার পর লাঠিসোঁটা দিয়ে পেটান। দুলাল ওই কিশোরের বিরুদ্ধে থানায় কোনো লিখত অভিযোগ করেননি। এ জন্য বিকেলে তাকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের হেফাজতে দেওয়া হয়।

কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মোসা. কোহিনুর খাতুন জানান, যেহেতু ওই ছেলের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করেনি, সে কারণে সন্ধ্যার আগে তার বাবা ও চাচাকে ডেকে তাঁদের হেফাজতে দেওয়া হয়েছে।

এদিকে দুপুরে ওই ছেলের মাথার চুল কেটে পিটুনি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটিকে অনেকে ‘অমানবিক’ বলে প্রতিক্রিয়া দেখান। তবে রুদ্রপুর গ্রামের বাসিন্দারা বলছেন, ওই ছেলের আগে থেকেই চুরির অভ্যাস আছে। ছোটবেলা থেকে পথশিশুর মতো বড় হয়েছে। বিভিন্ন খারাপ সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। আগেও তার বিরুদ্ধে টাকাপয়সা ও মুঠোফোন চুরির অভিযোগ আছে।

কিশোরের বাবা মিন্টু রহমান বলেন, ছেলের বয়স যখন চার মাস, তখন তার মা সংসার ছেড়ে চলে যান। ছেলে বড়ো হাওয়ার পর ধীরে ধীরে বিপথে চলে যায়। সে তাঁর কথা শোনে না। এমন স্বভাবের কারণে এক বছর ধরে ছেলের সঙ্গে তেমন যোগাযোগ নেই। তিনি গরিব মানুষ। পুরোনো একটি রিকশা আছে। সেটা দিয়ে কোনোমতে সংসার চালান। ছেলেকে ভালো কোনো সংশোধনাগারে পাঠাবেন, তেমন আর্থিক সংগতি তাঁর নেই।

কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশার বলেন, কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। কিন্তু মানুষ বর্তমানে সেটি না করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।যেটা আইনের শাসনের জন্য হুমকি। এর একটা প্রতিকার হওয়া দরকার।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

কোটচাঁদপুরে চুরির অভিযোগে কিশোরের মাথার চুল কর্তন, নিন্দার ঝড়

Update Time : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে চুরির অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরের মাথার চুল কেটে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় বইছে। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে কোটচাঁদপুর পৌর এলাকার রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গণমাধ্যম কর্মীর ফোনে খবর পেয়ে পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সন্ধ্যায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের মধ্যস্থতায় ওই কিশোরকে তার বাবার হেফাজতে দেওয়া হয়।

নির্যাতনের শিকার কিশোর পৌর এলাকার রুদ্রপুর গ্রামের মিন্টু রহমানের ছেলে। ওই কিশোরের বয়স যখন চার মাস তখন বাবার সংসার ছেড়ে চলে যান তার মা। পরে বাবা আরেকটি বিয়ে করলে কিশোর দাদা-দাদির কাছে বড় হন।

মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন,গণমাধ্যম কর্মীর ফোনে খবর পেয়ে ওই ছেলেকে থানায় নিয়ে আসা হয়। রুদ্রপুর গ্রামের দুলালের বাড়িতে চুরি সন্দেহে তাকে ধরে এলকার কিছু যুবক মাথার চুল কাটার পর লাঠিসোঁটা দিয়ে পেটান। দুলাল ওই কিশোরের বিরুদ্ধে থানায় কোনো লিখত অভিযোগ করেননি। এ জন্য বিকেলে তাকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের হেফাজতে দেওয়া হয়।

কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মোসা. কোহিনুর খাতুন জানান, যেহেতু ওই ছেলের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করেনি, সে কারণে সন্ধ্যার আগে তার বাবা ও চাচাকে ডেকে তাঁদের হেফাজতে দেওয়া হয়েছে।

এদিকে দুপুরে ওই ছেলের মাথার চুল কেটে পিটুনি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটিকে অনেকে ‘অমানবিক’ বলে প্রতিক্রিয়া দেখান। তবে রুদ্রপুর গ্রামের বাসিন্দারা বলছেন, ওই ছেলের আগে থেকেই চুরির অভ্যাস আছে। ছোটবেলা থেকে পথশিশুর মতো বড় হয়েছে। বিভিন্ন খারাপ সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। আগেও তার বিরুদ্ধে টাকাপয়সা ও মুঠোফোন চুরির অভিযোগ আছে।

কিশোরের বাবা মিন্টু রহমান বলেন, ছেলের বয়স যখন চার মাস, তখন তার মা সংসার ছেড়ে চলে যান। ছেলে বড়ো হাওয়ার পর ধীরে ধীরে বিপথে চলে যায়। সে তাঁর কথা শোনে না। এমন স্বভাবের কারণে এক বছর ধরে ছেলের সঙ্গে তেমন যোগাযোগ নেই। তিনি গরিব মানুষ। পুরোনো একটি রিকশা আছে। সেটা দিয়ে কোনোমতে সংসার চালান। ছেলেকে ভালো কোনো সংশোধনাগারে পাঠাবেন, তেমন আর্থিক সংগতি তাঁর নেই।

কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশার বলেন, কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। কিন্তু মানুষ বর্তমানে সেটি না করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।যেটা আইনের শাসনের জন্য হুমকি। এর একটা প্রতিকার হওয়া দরকার।

সবুজদেশ/এসএএস