ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ছবি প্রতিনিধি-

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে। শেখ হাসিনা ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। জনগণ তাকে ক্ষমা করবে না। তাই, ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

বুধবার ১ লা জানুয়ারি  বিকালে কোটচাঁদপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের  ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মেইন বাসস্ট্যান্ডে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস।

তিনি আরো বলেন, ১৯৭২ সাল থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশে নির্বিচারে রাজনৈতিক বিরোধীদের হত্যা করেছিল। অন্তত ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল রক্ষীবাহিনী। শেখ হাসিনাও তার বাবার মতো মানুষ হত্যা করে ক্ষমতায় চিরদিন থাকার দুঃস্বপ্ন দেখেছিল। শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছরে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা-গুম করেছে।জুলাই আগস্টের ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিল তার কখনো পতন হবে না। দেশের লাখ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, হাসিনা দেশটাকে ধ্বংস করে একদিন পালাবে। আজ হাসিনা ঠিকই পালিয়ে গেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা ছাত্র  দলের আহ্বায়ক নাসির উদ্দিন লিওন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান মিয়া, সাবেক পৌর  বিএনপির সাধারণ সম্পাদক রেকজাউল  হোসেন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা অমেদুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান করিম, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন আজাদ ,ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান আজিম,  জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিরন খান, কুশনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল,  সাব্দালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির খান, বলুহর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর ছাত্রনেতা শামীম ওসমান প্রমুখ । আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক বাঁধন রাজিব নিশু।এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৭:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
২৯ Time View

কোটচাঁদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৭:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে। শেখ হাসিনা ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। জনগণ তাকে ক্ষমা করবে না। তাই, ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

বুধবার ১ লা জানুয়ারি  বিকালে কোটচাঁদপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের  ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মেইন বাসস্ট্যান্ডে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস।

তিনি আরো বলেন, ১৯৭২ সাল থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশে নির্বিচারে রাজনৈতিক বিরোধীদের হত্যা করেছিল। অন্তত ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল রক্ষীবাহিনী। শেখ হাসিনাও তার বাবার মতো মানুষ হত্যা করে ক্ষমতায় চিরদিন থাকার দুঃস্বপ্ন দেখেছিল। শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছরে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা-গুম করেছে।জুলাই আগস্টের ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিল তার কখনো পতন হবে না। দেশের লাখ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, হাসিনা দেশটাকে ধ্বংস করে একদিন পালাবে। আজ হাসিনা ঠিকই পালিয়ে গেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা ছাত্র  দলের আহ্বায়ক নাসির উদ্দিন লিওন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান মিয়া, সাবেক পৌর  বিএনপির সাধারণ সম্পাদক রেকজাউল  হোসেন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা অমেদুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান করিম, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন আজাদ ,ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান আজিম,  জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিরন খান, কুশনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল,  সাব্দালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির খান, বলুহর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর ছাত্রনেতা শামীম ওসমান প্রমুখ । আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক বাঁধন রাজিব নিশু।এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সবুজদেশ/এসইউ