ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ছিনতাইকারী সন্দেহে ৪ যুবককে মারপিট

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ২৪৩ বার পড়া হয়েছে।

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ছিনতাইকারী সন্দেহে মনিরুজ্জামান মিন্টু সহ তিন জনকে মারপিট করেছেন রাজু ও তাঁর সঙ্গীয়রা। শনিবার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুরের দুধসরা বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, ইজিবাইকে করে মহেশপুর থেকে আমরা তিন জন আসছিলাম। এরমধ্যে মিন্টু খান গাড়ি চালাচ্ছিল। আর তিনি ও আসাদুল ইসলাম বসে ছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর ফায়ার স্শেনের সামনের রাস্তায় কথা কাটাকাটি হয় ভ্যান চালক রাজুর সঙ্গে। এ সময় সে ছিনতাইকারী বলে চিৎকার দেন। তাঁর চিৎকারে এলাকার মানুষ ছুটে এসে মারতে শুরু করেন।

এ বিষয়ে ভুক্তভোগী জহুরল ইসলাম বলেন, আমি ওই সময় মহেশপুর থেকে ফিরছিলাম। দুধসরা স্ট্যান্ডে এসে চোখে পড়ে জটলা। কাছে গিয়ে দেখি মিন্টু ভাই সহ দুই তিন কে মারছে এলাকাবাসী। আমি মিন্টু ভাইয়ের কাছে সাথে কথা বলতেই মারতে শুরু করেন তারা। এতে করে গুরুতর আহত হয় জহুরুল ইসলাম। তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন। এদের মধ্যে আসাদুল ইসলামের অবস্থা একটু বেশি খারাপ ছিল। পরে প্রত্যেকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রমিজ উদ্দিন তপু জানান, এ ঘটনায় ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মঈন উদ্দিন জানান, এ ঘটনায় একটা লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। রাজু ইসলাম দুধসরা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

Tag :

কোটচাঁদপুরে ছিনতাইকারী সন্দেহে ৪ যুবককে মারপিট

Update Time : ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ছিনতাইকারী সন্দেহে মনিরুজ্জামান মিন্টু সহ তিন জনকে মারপিট করেছেন রাজু ও তাঁর সঙ্গীয়রা। শনিবার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুরের দুধসরা বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, ইজিবাইকে করে মহেশপুর থেকে আমরা তিন জন আসছিলাম। এরমধ্যে মিন্টু খান গাড়ি চালাচ্ছিল। আর তিনি ও আসাদুল ইসলাম বসে ছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর ফায়ার স্শেনের সামনের রাস্তায় কথা কাটাকাটি হয় ভ্যান চালক রাজুর সঙ্গে। এ সময় সে ছিনতাইকারী বলে চিৎকার দেন। তাঁর চিৎকারে এলাকার মানুষ ছুটে এসে মারতে শুরু করেন।

এ বিষয়ে ভুক্তভোগী জহুরল ইসলাম বলেন, আমি ওই সময় মহেশপুর থেকে ফিরছিলাম। দুধসরা স্ট্যান্ডে এসে চোখে পড়ে জটলা। কাছে গিয়ে দেখি মিন্টু ভাই সহ দুই তিন কে মারছে এলাকাবাসী। আমি মিন্টু ভাইয়ের কাছে সাথে কথা বলতেই মারতে শুরু করেন তারা। এতে করে গুরুতর আহত হয় জহুরুল ইসলাম। তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন। এদের মধ্যে আসাদুল ইসলামের অবস্থা একটু বেশি খারাপ ছিল। পরে প্রত্যেকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রমিজ উদ্দিন তপু জানান, এ ঘটনায় ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মঈন উদ্দিন জানান, এ ঘটনায় একটা লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। রাজু ইসলাম দুধসরা গ্রামের আলাউদ্দিনের ছেলে।