ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় রাজেদুল ইসলাম রাজা (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর বিকালে পৌর শহরের মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজা উপজেলার কুশনা গ্রামের বিশ্বাস পাড়ার মহি উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকালে শহরের সাবরেজিস্ট্রি অফিস থেকে পালসার মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রাজা। পথিমধ্যে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় রাজা।
কোটচাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এবং ট্রাক চালককে আটক করা হয়েছে। তিনি আরো জানান, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে এক সন্তানের জনক রাজার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 

















