ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় গরুর গাড়ি চালক আহত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ফাইল ফটো

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে গেটম্যান বিহীন ডাকাতলা রেল গেট এলাকায় ট্রেনের ধাক্কায় রাম হালদার (৪৫) নামে গরুর গাড়ির চালক আহত হয়েছেন। এ সময় একটি গরুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর তিন টার দিকে ঘটনাটি ঘটে উপজেলা বলুহর ইউনিয়নের ডাকাতলা নামক স্থান। রাম হালদার কোটচাঁদপুর বলুহর গ্রামের নিরাপদ হালদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাম হালদার গরুর গাড়ি নিয়ে মাঠে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেন ধাক্কা দেয় ওই গরুর গাড়িটিকে। এতে গুরুতর আহত হন গাড়ি চালকসহ তাঁর দুইটি গরু। পরে একটি গরুর মৃত্যু হয়েছে। ওই সময় স্থানীয়রা রামকে উদ্ধার কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাফসান রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ব্যক্তির অবস্থা ভাল ছিল না। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার মনি দেবনাথ বলেন, খবর পেলাম মহানন্দা ট্রেনের ধাক্কায় গরুর গাড়ির চালক আহত হয়েছেন।

কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার এস আই কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে তেমন কিছু জানি না।

সবুজদেশ/এসএএস

About Author Information
আপডেট সময় : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
৭৭ Time View

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় গরুর গাড়ি চালক আহত

আপডেট সময় : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে গেটম্যান বিহীন ডাকাতলা রেল গেট এলাকায় ট্রেনের ধাক্কায় রাম হালদার (৪৫) নামে গরুর গাড়ির চালক আহত হয়েছেন। এ সময় একটি গরুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর তিন টার দিকে ঘটনাটি ঘটে উপজেলা বলুহর ইউনিয়নের ডাকাতলা নামক স্থান। রাম হালদার কোটচাঁদপুর বলুহর গ্রামের নিরাপদ হালদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাম হালদার গরুর গাড়ি নিয়ে মাঠে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেন ধাক্কা দেয় ওই গরুর গাড়িটিকে। এতে গুরুতর আহত হন গাড়ি চালকসহ তাঁর দুইটি গরু। পরে একটি গরুর মৃত্যু হয়েছে। ওই সময় স্থানীয়রা রামকে উদ্ধার কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাফসান রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ব্যক্তির অবস্থা ভাল ছিল না। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার মনি দেবনাথ বলেন, খবর পেলাম মহানন্দা ট্রেনের ধাক্কায় গরুর গাড়ির চালক আহত হয়েছেন।

কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার এস আই কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে তেমন কিছু জানি না।

সবুজদেশ/এসএএস