কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুৎ, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর স্টেশনের কাছে খুলনাগামী গোয়ালন্দ এক্সপ্রেস নকশিকাথা ২৬ ডাউন ট্রেনটির ইঞ্জিন ও একটি মালবাহী বগি লাইনচ্যুৎ হয়েছে। রাত সাড়ে ৮ টার দিকে ট্রেনটি লাইনচ্যুৎ হয়। লাইনচ্যুৎ হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কোটচাঁদপুরের সাফদারপুর স্টেশনে ট্রেনটি ছেড়ে এসে সাফদারপুর স্টেশনে এসে থামে। এরপর সাফদারপুর থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুৎ হয়। লাইনচ্যুৎ হওয়ার সময় বিকট জোরে শব্দ হয়।
লাইনচ্যুৎ হওয়া ট্রেনটির চালক আব্দুস সোবহান বলেন, স্টেশন মাস্টারের ভুলে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ট্রেন লাইনের পয়েন্ট ভুল থাকায় ট্রেনটি লাইনচ্যুৎ হয়েছে। স্টেশন মাস্টার পয়েন্ট সেট করেনি। এটাকে মুলত সিগন্যাল ফেল বলে।
রেলওয়ে পশ্চিম জোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম জানান, রাত সোয়া আটটার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাথা ট্রেনটি সাফদারপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও লাগেজভ্যানের চাকা লাইচ্যুত হয়ে যায়। এতে খুলনা থেকে রাজশাহী-ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে।
তিনি আরও জানান, ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে জানানে পারেননি।