ঝিনাইদহের কোটচাঁদপুরে মডেল থানা পুলিশের হাতে ডাকাতির কাজে ব্যবহারিত মোটরসাইকেল সহ আটক হয়েছে ডাকাতি মামলার আসামী আশিকুর রহমান (৩৬)। মোবাইল ট্রাকিং এর মাধ্যমে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের মেইন বাজারের মমতা হোটেলের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
আটক কৃত আসামি আশিকুর ঝিনাইদহ সদর থানার কাষ্টসাগরা গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে। সে কোটচাঁদপুর মডেল থানার ডাকাতি মামলার অন্যতম পলাতক আসামী।
কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান,কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর টু খালিশপুর সড়কের নারয়ানপুর মাঠে গত ২০ আগষ্ট রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত চক্র নিয়ে যান একটি আলমসাধু ও মোটরসাইকেল। ওই মামলায় গত ৭ সেপ্টেম্বর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জন আসামীকে আটকসহ উদ্ধার করা হয় ডাকাতি হওয়া মোটরসাইকেল। ডাকাতির সময় ঘটনাস্থলে উপস্থিত ডাকাতদের মধ্যে অন্যতম পলাতক আসামী আশিকুর।
তিনি আরো বলেন, মডেল থানার উপ-পরিদর্শক এস আই মাসুম বিল্লাহ সহ পুলিশের একটি চৌকস দল গতকাল রাতে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে তাকে আটক করতে সক্ষম হন(১৭) সেপ্টেম্বর বুধবার সকালে আসামিকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সবুজদেশ/এসএএস