কোটচাঁদপুরে দেয়ালে লেখা ‘ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রুপে’
ছাত্রলীগ আবার ফিরবে ভয়ঙ্কর রুপে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কোটচাঁদপুরের বলুহর মৎস্য হ্যাচারির পরিত্যক্ত দেয়ালে রাতের অন্ধকারে এভাবেই লিখেছেন বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। খবর পেয়ে দেওয়াল মোছার ব্যবস্থা করেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা।
জানা যায়, ছাত্রলীগ আবার ফিরবে ভয়ঙ্কর রুপে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কোটচাঁদপুরের বলুহর মৎস্য হ্যাচারির পরিত্যক্ত দেওয়ালে রাতের অন্ধকারে এভাবেই লিখেছেন বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। বিষয়টি জানতে পেরে দ্রুত দেওয়াল লেখা মোছার ব্যবস্থা করেন কোটচাঁদপুর পৌর ছাত্রদলের আহবায়ক বাঁধন রাজবীর নিশু, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান আজিম ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর আজাদ।
তারা বলেন, ভবিষ্যতে কোটচাঁদপুরে ছাত্রলীগ যদি এমন দুঃসাহস কেউ করে, তাহলে তাদেরকে কড়া হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। অবিলম্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সংখ্যক নেতা-কর্মীরা যারা ঘাপটি মেরে থেকে কোটচাঁদপুর শহরে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন তাদেরকে গ্রেফতারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেন ওই নেতা-কর্মীরা।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বিষয়টি আমার জানা নাই। যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে।
সবুজদেশ/এসএএস