কোটচাঁদপুরে প্রেমের সম্পর্কের জের: মেয়ের বাবার দোকান ভাঙলেন ছেলের বাবা
ছেলে-মেয়ের প্রেমের সম্পর্কের জেরে মেয়ের বাবার মুদি দোকান ভাঙার অভিযোগ উঠেছে ছেলের বাবার বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মেয়ের বাবা খাইরুল হোসেন।
জানা যায়, কোটচাঁদপুরের পাঁচলিয়া গ্রামের সিদ্দিক হোসেন ও খায়রুল হোসেনের ছেলে-মেয়ের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। সে সুত্র ধরে তারা দুই জন পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপর ছেলের বাবা বাদি হয়ে থানায় অভিযোগ করেন। এর কিছু দিন পর ছেলে মেয়েকে উদ্ধার করে বিষয়টি মিমাংসা হয়। গত রবিবার আবারও তারা বাড়ি থেকে চলে যান। সেই ক্ষোভে মেয়ের বাবা খায়রুলের দোকান ভেঙ্গে দেয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এতে করে তাঁর ৪০ হাজার টাকার হয়েছে বলে জানা গেছে।
ছেলের বাবা সিদ্দিক হোসেন বলেন, আমার ছেলেকে তারা অজ্ঞান করে তুলে নিয়ে গিয়ে তাঁর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে গোপন করে রাখেন। পরে আমি থানায় অভিযোগ করে বেশ কিছুদিন পর উদ্ধার করে নিয়ে আসি। এরপর তারা আবারও আমার ছেলেকে ফুসলিয়ে নিয়ে গেছেন।
তিনি আরো বলেন, এ ছাড়া ওই দোকানটি আমার জায়গায় ছিল। আমি দোকানটি সরিয়ে নিতে বলি। সে সরিয়ে না নেওয়ায় আমার ছেলেদের দিয়ে ভেঙ্গে দিয়েছি।
মেয়ের বাবা খাইরুল হোসেন বলেন, তাঁর ছেলের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক ছিল। সেই সুত্রে তারা বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করেন। এতে আমার কি দোষ? পরে বিষয়টা মিমাংসাও হয়। তবে সিদ্দিক যে অভিযোগ করছেন সেটা মিথ্যা কথা। তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমার দোকানটি ভেঙ্গে দিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন বলে জানান তিনি।
কোটচাঁদপুর থানার পিএসআই হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। দোকান ভেঙে ফেলার ঘটনা সত্য। তবে বিবাদীর দাবি তাঁর জায়গায় দোকান থাকায় ভেঙে দিয়েছেন।
তিনি আরো বলেন, মূলত ছেলে-মেয়ের প্রেমের সম্পর্কের জেরে এ ঘটনা। বাদি পক্ষ যদি মামলা করেন, তাহলে মামলা হয়ে যাবে। আর যদি তারা বসে মিমাংসা করে নেন, সেটা তাদের ব্যাপার। তবে দোকান যে ভাঙচুর হয়েছে, সেটা সঠিক।
সবুজদেশ/এসএএস