ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে বয়লার মেশিন বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ  রিফাইন কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছেন প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম সিদ্দিককে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার ( ১৫ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা।

জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কাঠ রিফাইন কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান দুই কাঠ শ্রমিক। আহত হন আরো এক শ্রমিক। ক্ষতিগ্রস্থ হন পাশের জাহাঙ্গীর হোসেন মাস্টারের বাড়ির প্রাচীর, বাথরুম ও হাকিমের ইজিবাইক। ওই ঘটনায় গঠিত হয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম সিদ্দিক। কমিটির অন্য তিন সদস্যরা হলেন- জেলা পুলিশ সুপারের প্রতিনিধি কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, উপ-মহাপরিদর্শক কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তা আরিফুজ্জামান ও ঝিনাইদহ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সালাম। বুধবার ওই কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন।

জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ও ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম সিদ্দিক বলেন, ঘটনাটি তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে। তদন্তে প্রাথমিক ভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেখা গেছে মেশিন মালিকের কোন লাইসেন্স নাই। তিনি শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করে যাচ্ছিলেন। যে ট্রেড লাইসেন্স আমরা পেয়েছি সেটারও মেয়াদ নাই। এ ছাড়া ওই মেশিন বসানোর কোন অনুমতিই নাই মিজানুর রহমানের। পুরাতন মেশিন বসিয়ে মঙ্গলবারই কাজ শুরু করেছিলেন তিনি।

তিনি আরো বলেন, এ ধরনের মেশিন চালাতে হলে টেকনোলজিষ্ট প্রয়োজন হয়। তা তিনি রাখেননি। তিনি নিজেই মালিক, অপারেটর, ও টেকনোলজিষ্ট। ওই ঘটনার পর থেকে তিনি পালিয়েছেন বলে জানতে পেরেছি।

আরো পড়ুন: ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২ (ভিডিও)

সবুজদেশ/কেআবি

About Author Information
আপডেট সময় : ০৬:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
২৯ Time View

কোটচাঁদপুরে বয়লার মেশিন বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু

আপডেট সময় : ০৬:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ  রিফাইন কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছেন প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম সিদ্দিককে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার ( ১৫ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা।

জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কাঠ রিফাইন কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান দুই কাঠ শ্রমিক। আহত হন আরো এক শ্রমিক। ক্ষতিগ্রস্থ হন পাশের জাহাঙ্গীর হোসেন মাস্টারের বাড়ির প্রাচীর, বাথরুম ও হাকিমের ইজিবাইক। ওই ঘটনায় গঠিত হয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম সিদ্দিক। কমিটির অন্য তিন সদস্যরা হলেন- জেলা পুলিশ সুপারের প্রতিনিধি কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, উপ-মহাপরিদর্শক কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তা আরিফুজ্জামান ও ঝিনাইদহ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সালাম। বুধবার ওই কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন।

জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ও ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম সিদ্দিক বলেন, ঘটনাটি তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে। তদন্তে প্রাথমিক ভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেখা গেছে মেশিন মালিকের কোন লাইসেন্স নাই। তিনি শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করে যাচ্ছিলেন। যে ট্রেড লাইসেন্স আমরা পেয়েছি সেটারও মেয়াদ নাই। এ ছাড়া ওই মেশিন বসানোর কোন অনুমতিই নাই মিজানুর রহমানের। পুরাতন মেশিন বসিয়ে মঙ্গলবারই কাজ শুরু করেছিলেন তিনি।

তিনি আরো বলেন, এ ধরনের মেশিন চালাতে হলে টেকনোলজিষ্ট প্রয়োজন হয়। তা তিনি রাখেননি। তিনি নিজেই মালিক, অপারেটর, ও টেকনোলজিষ্ট। ওই ঘটনার পর থেকে তিনি পালিয়েছেন বলে জানতে পেরেছি।

আরো পড়ুন: ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২ (ভিডিও)

সবুজদেশ/কেআবি