ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলার ১নং সাফদারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মনসুর আলী একাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশ ব্যাপী দোয়া ও ইফতার মাহফিলের অংশ হিসাবে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুমিনুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু খান, উপজেলা যুবদলের আহ্বায়ক আশারাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল কাশেম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান,পৌর কৃষক দলের আহ্বায়ক ফিরোজ উদ্দিন মানিক প্রমূখ।এসময় বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে উপস্থিত ছিলেন।
সবুজদেশ/বাশার/এসএএস