নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরনের প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ও পৌর বিএনপি। শনিবার ( ০২ ফেব্রুয়ারি) রাতে এ মিছিল করেন দলটি।
জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরনের ছবি বাংলাদেশ আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পেজে দেখা যায়। এর প্রতিবাদে কোটচাঁদপুরে উপজেলা ও পৌর বিএনপি পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এসময় মিছিলের এক পক্ষের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও পৌর বিএনপির সভাপতি এস কেএম সালাহউদ্দিন বুলবুল সিডল। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজুল আলম মামুন, পৌর যুব দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, সদস্য সচিব হাফিজুর রহমান, পৌর কৃষক দলের আহ্বয়ক ফিরোজ উদ্দিন মানিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির হীরা, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি।
অন্যদিকে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব সেলিম রেজা মধু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন লিওন, পৌর ছাত্রদলের আহ্বায়ক বাঁধন রাজবীর নিশু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব শাহানুর রহমান শাহান প্রমুখ । উভয় পক্ষই বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সে সময় তারা নানা ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শহর। এতে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি জানার পর তদন্ত শুরু হয়েছে। ওই লিফলেট আদৌও কোটচাঁদপুরে বিতরন হয়েছে কিনা। কোথায় বিতরন হয়েছে তা বের করার কাজ চলছে। প্রমান পেলে ব্যবস্থা নেয়া হবে।
সবুজদেশ/এসইউ