ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে অবৈধভাবে বিক্রি করা সার আটকে দিল জনতা

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে মেমো কেটে অবৈধভাবে বেশি দামে সার বিক্রি করার সময় ভ্যানসহ সার আটকে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ব্রীজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তা বাজেয়াপ্ত করে নিলামে দেওয়া হবে বলে জানিয়েছেন কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম।

জানা গেছে, কোটচাঁদপুরে ৬টি বিসিআইসি ডিলার রয়েছে। যার মধ্যে কৃষাণ ট্রেডার্স, মের্সাস এনারুল ইসলাম, মেসার্স শাহাজান আলী, মেসার্স সরকার স্টোর, মেসার্স আব্দুস সাত্তার ও মেসার্স নওশের আলী। এরমধ্যে সরকার স্টোর তাঁর বরাদ্দকৃত সার বিক্রি করতে পারবেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নে। তিনি তা বিক্রি না করে দীর্ঘদিন অবৈধভাবে বেশি দামে বাইরে সার বিক্রি করে আসছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ভ্যান চালক সাইফুল ইসলামের কাছে ব্রীজঘাট মোড়ের সার ব্যবসায়ী টিটনের নামে মেমো কেটে মহেশপুরে সার বিক্রি করেন। ওই সার মহেশপুরে নেওয়ার সময় ব্রীজঘাট মোড়ে আটকে দেন জনতা। এরপর বের হয় প্রকৃত ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম। এরপর ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। পরে আটক সার গুলো বাজেয়াপ্ত করা হয়।

এর আগে গত ১৪ জানুয়ারি ৫০ বস্তা টিএসপি সার স্থানীয় জনতা আটকে দেয়। পরে ওই সারগুলোয় বাজেয়াপ্ত করে নিলামে দেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শী সোলাইমান হোসেন বলেন, প্রায় দিনই তারা বাইরে সার বিক্রি করেন বেশি দামে। যা ধরা যায়নি কোনদিন। মঙ্গলবার দুপুরে ভ্যানে সার তোলার সময় আমি লক্ষ্য করি। তারপর ভ্যান চালকের পিছু নিয়ে সারগুলো আটকাতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, যে সার বিক্রি করার কথা এলাঙ্গী ইউনিয়নে, সেই সার তিনি অবৈধভাবে বেশি দামে বিক্রি করেছিল মহেশপুরের কোন সার বিক্রেতার কাছে।

এ ব্যাপারে সরকার স্টোরের মালিক শিপলু সরকার বলেন, সারগুলো টিটোনের কাছে বিক্রি করে ছিলাম। ভ্যান চালক চালাকি করে আমাকে বিপদে ফেলেন। তিনি বলেন,  আমার কাছে ওই সার বিক্রির মেমোও আছে ঘরে। তবে টিটোন নামের ওই ব্যবসায়ী তাঁর কাছ থেকে কোন সার কেনেনি বলে জানিয়েছেন। আর তাঁর নামে যদি কেউ মেমো করে অন্য কোথাও সার বিক্রি করলে তাঁর দায় কে নিবে।

কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, যে সারটি ভ্যান চালকের কাছে পাওয়া গেছে, সেটা এলাঙ্গী ইউনিয়নের বরাদ্দকৃত সার। যা তিনি বাইরে বিক্রি করতে পারেন না। সারগুলো জনতা আটক করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর ভ্রাম্যমাণ আদালতে ভ্যানচালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর সারগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সারগুলো বিক্রি করে সরকারি কোষাগারে ওই অর্থ জমা দেওয়া হবে।

ডিলার প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু কোন ডিলারের দোকানের মেমো ভ্যানচালক দেখাতে পারেনি সেই ক্ষেত্রে তাকে আইনের আওতায় আনতে পারছিনা। তবে ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট দেয়ার পর ওনি দোষী হলে ব্যবস্থা নেয়া হবে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

কোটচাঁদপুরে অবৈধভাবে বিক্রি করা সার আটকে দিল জনতা

Update Time : ০৭:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে মেমো কেটে অবৈধভাবে বেশি দামে সার বিক্রি করার সময় ভ্যানসহ সার আটকে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ব্রীজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তা বাজেয়াপ্ত করে নিলামে দেওয়া হবে বলে জানিয়েছেন কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম।

জানা গেছে, কোটচাঁদপুরে ৬টি বিসিআইসি ডিলার রয়েছে। যার মধ্যে কৃষাণ ট্রেডার্স, মের্সাস এনারুল ইসলাম, মেসার্স শাহাজান আলী, মেসার্স সরকার স্টোর, মেসার্স আব্দুস সাত্তার ও মেসার্স নওশের আলী। এরমধ্যে সরকার স্টোর তাঁর বরাদ্দকৃত সার বিক্রি করতে পারবেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নে। তিনি তা বিক্রি না করে দীর্ঘদিন অবৈধভাবে বেশি দামে বাইরে সার বিক্রি করে আসছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ভ্যান চালক সাইফুল ইসলামের কাছে ব্রীজঘাট মোড়ের সার ব্যবসায়ী টিটনের নামে মেমো কেটে মহেশপুরে সার বিক্রি করেন। ওই সার মহেশপুরে নেওয়ার সময় ব্রীজঘাট মোড়ে আটকে দেন জনতা। এরপর বের হয় প্রকৃত ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম। এরপর ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। পরে আটক সার গুলো বাজেয়াপ্ত করা হয়।

এর আগে গত ১৪ জানুয়ারি ৫০ বস্তা টিএসপি সার স্থানীয় জনতা আটকে দেয়। পরে ওই সারগুলোয় বাজেয়াপ্ত করে নিলামে দেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শী সোলাইমান হোসেন বলেন, প্রায় দিনই তারা বাইরে সার বিক্রি করেন বেশি দামে। যা ধরা যায়নি কোনদিন। মঙ্গলবার দুপুরে ভ্যানে সার তোলার সময় আমি লক্ষ্য করি। তারপর ভ্যান চালকের পিছু নিয়ে সারগুলো আটকাতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, যে সার বিক্রি করার কথা এলাঙ্গী ইউনিয়নে, সেই সার তিনি অবৈধভাবে বেশি দামে বিক্রি করেছিল মহেশপুরের কোন সার বিক্রেতার কাছে।

এ ব্যাপারে সরকার স্টোরের মালিক শিপলু সরকার বলেন, সারগুলো টিটোনের কাছে বিক্রি করে ছিলাম। ভ্যান চালক চালাকি করে আমাকে বিপদে ফেলেন। তিনি বলেন,  আমার কাছে ওই সার বিক্রির মেমোও আছে ঘরে। তবে টিটোন নামের ওই ব্যবসায়ী তাঁর কাছ থেকে কোন সার কেনেনি বলে জানিয়েছেন। আর তাঁর নামে যদি কেউ মেমো করে অন্য কোথাও সার বিক্রি করলে তাঁর দায় কে নিবে।

কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, যে সারটি ভ্যান চালকের কাছে পাওয়া গেছে, সেটা এলাঙ্গী ইউনিয়নের বরাদ্দকৃত সার। যা তিনি বাইরে বিক্রি করতে পারেন না। সারগুলো জনতা আটক করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর ভ্রাম্যমাণ আদালতে ভ্যানচালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর সারগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সারগুলো বিক্রি করে সরকারি কোষাগারে ওই অর্থ জমা দেওয়া হবে।

ডিলার প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু কোন ডিলারের দোকানের মেমো ভ্যানচালক দেখাতে পারেনি সেই ক্ষেত্রে তাকে আইনের আওতায় আনতে পারছিনা। তবে ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট দেয়ার পর ওনি দোষী হলে ব্যবস্থা নেয়া হবে।

সবুজদেশ/এসইউ