ঝিনাইদহের কোটচাঁদপুরে ইজারাকৃত বিলের মাছ লুট করার অভিযোগ উঠেছে পোল বাহিনীর বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে জলের বিলে মাছ ধরতে নামেন তারা। তবে পুলিশের বাধায় বিল থেকে পিছু হটেছেন মাছ ধরা পোল বাহিনী বলে জানিয়েছেন সমিতির সভাপতি প্রশান্ত কুমার হালদার।
জানা যায়, চন্ডিপুর, গোপালপুর, জালালপুর, তালিনা, ইকড়া কালীগঞ্জ, ঝিনাইদহের কিছু মানুষের সমন্বয়ে গঠিত মাছ ধরা পোল বাহিনী। যারা বিভিন্ন সময় বিলের মাছ ধরে থাকেন। এর ধারাবাহিকতায় সোমবার সকালে মাছ ধরতে নামেন কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের জলের বিলে। যে বিলটি ছিল ইজারাকৃত। ওই বিলটিতে দীর্ঘ দুই বছর ধরে মাছ চাষ করছেন স্থানীয় ফুলবাড়ি মৎস্য জিবি সমবায় সমিতি।
ওই সমিতির সভাপতি প্রশান্ত কুমার হালদার বলেন, সোমবার দুপুর বারোটা বাজে। হঠাৎ করে জলের বিলে নামতে দেখা যায় ৫/৬ শ জনের মাছ ধরা পোল বাহিনী। যার মধ্যে ছিলেন চন্ডিপুর, গোপালপুর, জালালপুর, তালিনা, ইকড়া, কালীগঞ্জ, ঝিনাইদহের মানুষ। এ ছাড়া স্থানীয় কিছু মানুষও ছিলেন ওই বিলে। তারা বিলে নেমে মাছ ধরতে শুরু করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ছিলাম। তবে তাদেরকে রুখকে পারিনি। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে তাদেরকে বিল থেকে বিতাড়িত করতে সক্ষম হন। তবে ওই সময় পুলিশের সঙ্গে তাদেরকে ব্যাপক বাকবিতন্ডা হয়।
তিনি বলেন, গত দুই বছর যাবৎ আমরা বিলটি নিয়ে মাছের চাষ করে আসছি। হঠাৎ করে তারা একত্রিত হয়ে দিন দুপুরে মাছ লুট করতে এসেছিলন। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন সমিতির সভাপতি।
তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। এরপর দেখতে পেলাম ৫/৬ শ জন মানুষ পোল নিয়ে বিলে মাছ ধরছেন। তাদের নিষেধ করার পরও তারা মাছ ধরতে থাকেন। বাকবিতন্ডা ও করেন আমাদের সঙ্গে। পরে পেশার দিয়ে তাদেরকে বিল থেকে বিতাড়িত করতে সক্ষম হয়। তবে মামলা করবেন কিনা আমার জানা নাই।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি জানার পর দুই পুলিশ ফাঁড়ির আইসিকে পাঠানো হয় ঘটনাস্থলে। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ওই ঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ বা মামলা হয়নি।
সবুজদেশ/এসইউ