সুমন মালাকার কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥“বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২ দিন ব্যাপী শুরু হয়েছে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলার। মঙ্গলবার সকাল ১১টায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী নাজনীন সুলতানার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড: শফিকুল আজম খাঁন চঞ্চল।এসময় উপস্থিত ছিলেন, কোটচাঁপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলা আ.লীগের সাধারন সম্পদক শাহাজান আলী, উপজেলা স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, আব্দুল মতিন, মিজানুর খাঁন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা। উদ্বোধন অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here