ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ৪ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত আটক

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুনতাজ আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভিকটিম শিশুটির বাবা বাদি হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত মুনতাজ আলী।

আটক মুনতাজ আলী কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ৪ বছরের ওই শিশুকে বাড়িতে না পেয়ে স্বজনরা খুঁজতে থাকেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর বাড়ির পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে দেখতে পান শিশুটিকে। সেখানে অভিযুক্ত মুনতাজ আলীকেও দেখতে পান স্বজনরা। এ সময় স্বজনদের চিৎকারে দৌড়ে পালিয়ে যান মুনতাজ। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে উদ্ধার করে আনেন স্বজনরা।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভিকটিম শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠিয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

সবুজদেশ/এসএএস

About Author Information

কোটচাঁদপুরে ৪ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত আটক

Update Time : ০৮:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুনতাজ আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভিকটিম শিশুটির বাবা বাদি হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত মুনতাজ আলী।

আটক মুনতাজ আলী কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ৪ বছরের ওই শিশুকে বাড়িতে না পেয়ে স্বজনরা খুঁজতে থাকেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর বাড়ির পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে দেখতে পান শিশুটিকে। সেখানে অভিযুক্ত মুনতাজ আলীকেও দেখতে পান স্বজনরা। এ সময় স্বজনদের চিৎকারে দৌড়ে পালিয়ে যান মুনতাজ। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে উদ্ধার করে আনেন স্বজনরা।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভিকটিম শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠিয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

সবুজদেশ/এসএএস