কোটচাঁদপুর সনাতন কল্যাণ সংঘের উদ্যোগে পূজা উপলক্ষে বস্ত্র বিতারণ
সবুজদেশ ডেক্সঃ কোটচাঁদপুর সনাতন কল্যাণ সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যয় শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতারণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টায় সলেমানপুর মালোপাড়া ঘাট সংলগ্ন মন্দির প্রাঙ্গনে ১০০ জন বয়োজৈষ্ঠ্যদের মাঝে কোটচাঁদপুর সনাতন কল্যাণ সংঘের নিজস্ব তহবিল থেকে এ বস্ত্র বিতারণ করা হয়।
বস্ত্র বিতারণ অনুষ্ঠানে কোটচাঁদপুর সনাতন কল্যাণ সংঘের সভাপতি শংকর ভৌমিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সনাতন কল্যাণ সংঘের সাধারন সম্পাদক ও কোটচাঁদপুরের বিশিষ্ট জুয়েলার্স ব্যবসায়ী বিকাশ বিশ্বাস, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুভাস রায়, শালকুপা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপেন্দ্র নাথ দত্ত, চিত্তরঞ্জন বিশ্বাস, অরুপ চৌধুরী, উজ্জল মজুমদার, উত্তম গড়াইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সুমন মালাকার
কোটচাঁদপুর, ঝিনাইদহ